• বাড়ল ইডি দপ্তরের নিরাপত্তা, মোতায়েন বাহিনী
    দৈনিক স্টেটসম্যান | ১৩ জানুয়ারি ২০২৬
  • শাহের দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ইডির অধীনে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত চলছে। সেগুলির প্রয়োজনীয় নথি, গোপন নথি– সবটাই জমা পড়েছে এই সিজিও দপ্তরেই। তাই সেই নথিগুলির কথা মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

    বেসরকারি সংস্থাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই সিজিও কমপ্লেক্সে প্রবেশের জন্য মোট দু’টি প্রবেশদ্বার রয়েছে। বর্তমানে এই দু’টি গেটেই ৬ জন করে মোট ১২ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এই বাহিনী মোতায়েনের কথা মাথায় রেখে বৈঠকে বসেছিলেন ইডি ও সিআরপিএফ বাহিনীর ঊর্ধ্বতন কর্তারা। সেই বৈঠকেই নিরাপত্তা প্রদানকারী বেসরকারি সংস্থা দায়িত্ব থেকে মুক্তি দিয়ে আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের বিদায়ের পর সেখানে কোনও আধাসেনা মোতায়েন ছিল না। নিরাপত্তার দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। কিন্তু আইপ্যাক-কাণ্ডের পরেই সেই সিজিও-র নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইডির অফিসে থাকা নথি, ফাইলের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে সিআরপিএফ বাহিনী। যদিও বাহিনী মোতায়েন এবং আইপ্যাকের অফিসে হওয়া সংঘাতের সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কি না তা জানা যায়নি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)