• ত্রিপুরায় সীমান্তের কাছে উন্নয়ন কাজে বাধা দিল বিজিবি
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: স্থানীয়দের সুবিধার জন্য সীমান্তের কাছে একটি রাস্তায় ইট পাতা হচ্ছিল। কিন্তু বিজিবির বাধায় আটকে গেল কাজ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ঊণকোটি জেলায়। 

    জানা গিয়েছে, কৈলাসহরে মনু নদীর পার্শ্ববর্তী শ্মশান ঘাট এলাকার পুরোনো রাস্তায় ইট পাতা হচ্ছিল। কাজ চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজিবির বিরুদ্ধে। তাদের দাবি, আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনও ধরনের নির্মাণ কাজ করা যাবে না। তার পরেই বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেন ঠিকাদার। এই রাস্তা না হওয়ার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় মানুষজন। এই প্রসঙ্গে ঠিকাদার আব্দুল মান্নান জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ফের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু বিজিবির বাধায় তা বন্ধ করতে হয়। ছবি: সমাজমাধ্যম।
  • Link to this news (বর্তমান)