সংক্রান্তির পর বিজেপি সভাপতি পদের দায়িত্ব নেবেন নীতিন নবীন
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মকর সংক্রান্তির পর ‘মল মাস’ কাটলেই পাকাপাকিভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেবেন নীতিন নবীন। আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার ২০২৬-২৭ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট পেশের সঙ্গে বিজেপির দলীয় সংগঠনের কোনও সম্পর্ক নেই ঠিকই। কিন্তু দলীয় সূত্রে দাবি করা হয়েছে, সম্ভবত সাধারণ বাজেটের আগেই নীতিন নবীনের নতুন কেন্দ্রীয় টিম চূড়ান্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে বাংলায় ভোটের কথা মাথায় রেখে বিজেপির নয়া কেন্দ্রীয় টিমে থাকতে পারেন দলের একাধিক বঙ্গ নেতা। বিজেপি সূত্রে এমনই জানানো হয়েছে।
বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার যে জনাচল্লিশের কেন্দ্রীয় টিম আছে, সেখানে বঙ্গ বিজেপির কোনও প্রতিনিধি নেই। এর আগে বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে দলের অন্যতম কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্ব দিয়েছিল পার্টি। আরেক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বিজেপির অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছিলেন। ফের তৃণমূলে যোগ দেওয়ার আগে মুকুল রায়কেও সর্বভারতীয় টিমে জায়গা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় পার্টি। সাম্প্রতিক অতীতে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্রদের তালিকায় বঙ্গ নেতৃত্বের নাম ছিল। এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় টিমে বাংলার কোনও নেতার নাম নেই।