সাউথ ব্লক থেকে সেবাতীর্থ, মকর সংক্রান্তিতে বদলাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: সাউথ ব্লক নয়, এবার সেবাতীর্থ থেকে দেশ চালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৭৮ বছর পর প্রথমবার প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানা বদল হচ্ছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময় থেকে সাউথ ব্লকই ছিল প্রধানমন্ত্রীর অফিস। এখন রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের কাছে সেন্ট্রাল ভিস্তার এগজিকিউটি এনক্লেভে তৈরি হয়েছে সেবাতীর্থ। শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে সেখানে।
সরকারি সূত্রে খবর, এগজিকিউটিভ এনক্লেভে মোট তিনটি ভবন তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নিজেকে ‘প্রধান সেবক’ বলতে পছন্দ করেন। সেকথা মাথায় রেখে পিএমও-র নয়া ঠিকানার নাম রাখা হয়েছে ‘সেবাতীর্থ।’ ‘সেবাতীর্থ-১’ হচ্ছে তাঁর অফিস। চলতি সপ্তাহে আগামী ১৪ জানুয়ারি মকরসংক্রান্তির দিন সেখানে চলে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর অফিসের পাশেই থাকছে ক্যাবিনেট সচিবালয়, ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত উপদেষ্টা অজিত দোভালের অফিস। বাকি দু’টি ভবনের নাম রাখা হয়েছে সেবাতীর্থ-২ এবং সেবাতীর্থ-৩। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির কথা মাথায় রেখে তৈরি হয়েছে পিএমও। ক্যাবিনেট বৈঠকের জন্য থাকছে পৃথক কক্ষ। পাশাপাশি, সেবাতীর্থের কাছেই তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর নয়া বাসভবনও। বর্তমানে ৭ লোক কল্যাণ মার্গ হল মোদির বাসভবন। নতুন ভবনের কাজ সম্পূর্ণ হলে পাকাপাকিভাবে সেখানে উঠবেন তিনি।
সেন্ট্রাল ভিস্তার অধীনে ইতিমধ্যে তৈরি হয়েছে সংসদ ভবন। উপরাষ্ট্রপতির নয়া অফিস ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এবার প্রস্তুত সেবাতীর্থ। স্বাধীনতার পর প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানা ছিল সাউথ ব্লক। বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের পাশেই। অপরদিকে নর্থ ব্লকে ছিল স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রক। আগেই নর্থ ব্লক থেকে স্বরাষ্ট্রমন্ত্রক ও অর্থমন্ত্রকের দপ্তর সরে গিয়েছে কর্তব্য ভবনে। ধীরে ধীরে বাকি মন্ত্রকগুলিও সেখানে সরে যাবে। তারপর সাউথ ব্লক ও নর্থ ব্লক পুরোপুরি ফাঁকা হয়ে গেলে সেখানে তৈরি হবে সংগ্রহশালা।