প্রাক্তন নৌসেনা প্রধানকে এসআইআর নোটিস নিয়ে ব্যাখ্যা নির্বাচন কমিশনের
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
পানাজি: ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। ভারতের এই প্রাক্তন নৌসেনা প্রধানও পেয়েছেন এসআইআরের নোটিস। গোয়ায় ভোটার তালিকায় চলতি এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) অরুণ প্রকাশকে। তা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে এব্যাপারে ব্যাখা দিল নির্বাচন কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনিউমারেশন ফর্মে আগের এসআইআর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেননি অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল। তার জেরেই স্বয়ংক্রিয়ভাবে শুনানির নোটিস জারি হয়েছে।
এসআইআর নোটিস পেয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন প্রাক্তন নৌসেনা প্রধান। এহেন হেনস্তা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দলও। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইআরও মেডোরা এরমোমিল্লা ডিকোস্টা জানিয়েছেন, করতালিম বিধানসভার সংশ্লিষ্ট বুথের বিএলও প্রাক্তন অ্যাডমিরালের ফর্মটি সংগ্রহ করেছিলেন। সেটি সঠিকভাবে পূরণ করা ছিল না। প্রাক্তন নৌসেনা প্রধানের ফর্মে আগের এসআইআরে উল্লেখিত নির্বাচকের নাম, এপিক নম্বর, আত্মীয়ের নাম, নির্বাচনি এলাকার নাম, পার্ট নম্বর, ক্রমিক নম্বরের মতো গুরুত্বপূর্ণ অংশ পূরণ করা ছিল না। এইসব তথ্য না থাকায় বিএলও অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ইনিউমারেশন ফর্ম ও ভোটার তালিকার লিঙ্ক করতে পারেনি। ফলে প্রাক্তন নৌসেনা প্রধানের নাম চলে গিয়েছে ‘আনম্যাপড’দের তালিকায়।
কমিশন আরও জানিয়েছে, এখন প্রাক্তন নৌসেনা প্রধানের ফর্মটি যথাযথভাবে পূরণের কাজ শেষ হয়েছে। তাই তাঁকে আর হাজিরা দিতে হবে না।