নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বন্দে ভারত ‘স্লিপার’ এক্সপ্রেস ট্রেনে কোনও ভিআইপি কোটা থাকবে না। অর্থাৎ, সাধারণভাবেই টিকিট পাবেন এই ট্রেনের সব যাত্রী। দেশের সবক’টি দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনে প্রত্যেক যাত্রীকে কনফার্মড টিকিট দেওয়া নিয়ে এখনও বিশ বাঁও জলেই রয়েছে কেন্দ্রের মোদি সরকার। কিন্তু দেশের প্রথম বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনে ‘জিরো ওয়েটিং’ লিস্টেরই লক্ষ্যমাত্রা রাখছে রেল বোর্ড। এর অর্থ, দেশের প্রথম শয়নযান বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সব যাত্রীই নিশ্চিত আসন পাবেন। সোমবার রেলমন্ত্রকের শীর্ষতম সূত্রে এখবর জানানো হয়েছে।
ভোটের ‘ভেট’ হিসেবে হাওড়া-গুয়াহাটি রুটে প্রথম বন্দে ভারত ‘স্লিপার’ এক্সপ্রেস ট্রেন চালানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৭-১৮ জানুয়ারি মালদহ টাউন স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে যে একঝাঁক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন বিধানসভা নির্বাচনের আগেই চালু হতে চলেছে, সেইসব ট্রেনকেও একইদিনে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী উদ্বোধন করার দিনদু’য়েকের মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু করবে প্রথম বন্দে ভারত ‘স্লিপার’ এক্সপ্রেস ট্রেন। সেইমতোই শুরু হবে এর অনলাইন টিকিট বুকিং প্রক্রিয়াও।
রেল যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ, এই ‘ইমার্জেন্সি কোটা’ কিংবা ‘ইকিউ’য়ের অপব্যবহারই হয় বেশি। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই রেল সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, ধাপে ধাপে এই ‘কোটা’ তুলে দেওয়ার পথে হাঁটা হবে। বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন দিয়েই এর সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রেলমন্ত্রক ইতিপূর্বে জানিয়েছে, দেশের সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনে ‘জিরো ওয়েটিং’ লিস্টের ব্যবস্থা করতে আরও অন্তত ছ’বছর সময় প্রয়োজন। অর্থাৎ, ২০৩২ সালের আগে এহেন ব্যবস্থা কার্যকর করা সম্ভবই নয়। সেক্ষেত্রে কি বেশি ভাড়ার বন্দে ভারত ট্রেনকেই বিশেষ ‘ছাড়’ দেওয়া হচ্ছে? এপ্রশ্নকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত ‘স্লিপার’ এক্সপ্রেস ট্রেনের থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসির ভাড়া মাথাপিছু হতে চলেছে যথাক্রমে ২,২৯৯ টাকা, ২,৯৭০ টাকা এবং ৩,৬৪০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে পাঁচ শতাংশ জিএসটি। বন্দে ভারত স্লিপারের ভাড়া নির্ধারণে ন্যূনতম ৪০০ কিলোমিটার দূরত্বের মাপকাঠি নির্ধারিত হয়েছে।