দশম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত সিবিএসইর, ফোনেই পরীক্ষার ভীতি থেকে মুক্তি, কমবে চাপও
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক ফোনেই মিলবে চাপ থেকে মুক্তি। অযথা আর পরীক্ষার ভীতি গ্রাস করবে না ছাত্রছাত্রীদের। এবছর দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে চলা পড়ুয়াদের জন্য সাইকো-সোশ্যাল কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। যে কোনও সময় এসংক্রান্ত নম্বরে ফোন করতে পারবেন সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। কোনও একটি পরীক্ষায় সাফল্য বা ব্যর্থতাই যে জীবনের সব নয়, পড়ুয়াদের সেকথাই বোঝাতে চলেছে শিক্ষামন্ত্রক। প্রয়োজনে ছাত্রছাত্রীদের বাবা-মা বা অন্যান্য অভিভাবকের সঙ্গেও কথা বলা হবে। সরকারি সূত্রের খবর, সাফল্য হোক বা ব্যর্থতা—আবেগের বহিঃপ্রকাশ ঘটানোর ক্ষেত্রে জীবনে যে আদতে ভারসাম্য রক্ষা করে চলা প্রয়োজন, সেই প্রাথমিক পাঠই পরীক্ষার্থীদের দিতে চায় কেন্দ্র।
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসইর দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা। সিবিএসই জানিয়েছে, গত মঙ্গলবার, ৬ জানুয়ারি থেকেই তাদের এই সাইকো-সোশ্যাল কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১ জুন পর্যন্ত এপ্রক্রিয়া চলবে। অর্থাৎ, পরীক্ষার আগে মাত্রাতিরিক্ত চাপ, তা থেকে তৈরি হওয়া অবসাদ—সামগ্রিক বিষয়কেই ‘কভার’ করতে চাইছে শিক্ষামন্ত্রক। কেন্দ্র চাইছে, আবেগের বশবর্তী হয়ে কেউ যেন কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে না ফেলে। এই কাউন্সেলিংই হবে সম্পূর্ণ বিনামূল্যে। সিবিএসই জানিয়েছে, পড়ুয়াদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ভীতি কাটাতে বা সমস্যার সুরাহায় থাকবেন ৭৩ জন কাউন্সিলর। তাঁদের মধ্যে ১২ জন শামিল হবেন নেপাল, জাপান, কাতার, ওমান এবং সৌদি আরব থেকে। প্রধানত সিবিএসই আওতাভুক্ত স্কুলের অধ্যক্ষ, কাউন্সিলর, স্পেশাল এডুকেটর এবং পেশাদার মনোবিদদের এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে, সপ্তাহের যে কোনও সময় ১৮০০-১১-৮০০৪ টোল ফ্রি নম্বরে ফোন করলেই হিন্দি এবং ইংরেজি ভাষায় সহযোগিতা মিলবে। পাশাপাশি, সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মিলবে টেলি-কাউন্সেলিং পরিষেবা। একইসঙ্গে পঠন কৌশল এবং চাপ মুক্ত হয়ে ভালো থাকার উপায়ও ডিজিটাল মাধ্যমে বাতলে দেবে সিবিএসই।
তবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে, পরীক্ষা ভীতি কি শুধু নির্দিষ্ট একটি বোর্ডের ছাত্রছাত্রীদেরই হয়ে থাকে? বিভিন্ন রাজ্যের যেসব শিক্ষা বোর্ড রয়েছে, তাদের জন্য কেন্দ্রের মোদি সরকার কি কোনও পদক্ষেপ করবে না? শিক্ষামন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এব্যাপারে রাজ্যগুলির সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ঘটনাচক্রে শুক্রবারই সমগ্র শিক্ষা কর্মসূচি নিয়ে বিভিন্ন রাজ্যের শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। লক্ষ্য, ভয় কাটিয়ে পড়াশোনাকে উপভোগ্য করে তোলা।