• সন্ত্রাসের আতঙ্ক ভুলে চেনা ছন্দে গুলমার্গ
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • শ্রীনগর: তাপমাত্রা হিমাঙ্কের নীচে। ঠান্ডায় জমেছে আস্ত জলপ্রপাত। ডাললেকের অধিকাংশই বরফে পরিণত হয়েছে। সেই দৃশ্য উপভোগ করতেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। পহেলগাঁও হামলা যে আতঙ্কের পরিবেশ ছিল, এই শীতে তা কার্যত উধাও। শ্রীনগর থেকে গুলমার্গ, উপত্যকায় চেনা ভিড়ের ছবি ধরা পড়ছে আবারও। প্রতিদিন বহু দেশি-বিদেশি পর্যটক হাজির হচ্ছেন গুলমার্গের কাছে প্রায় বরফ হয়ে যাওয়া একটি জলপ্রপাতের সামনে। ছবি তুলছেন, ভিডিও করছেন, সোশ্যাল মিডিয়ায় সেসব ছড়িয়েও দিচ্ছেন। আর এভাবেই যেন গুলমার্গের শীতকালীন সৌন্দর্য নতুন করে আলোচনায় ফিরে এসেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপত্যকার বেশিরভাগ জায়গার তাপমাত্রা এখনও শূন্যেরও কম। রবিবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা শহর ছিল উপত্যকার সবচেয়ে শীতল। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। পর্যটকদের কাছে উপভোগ্য হলেও এই ঠান্ডা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে কিছুটা ব্যাহত করছে। ব্যবসায়ীরা অবশ্য এই নিয়ে বিচলিত নন। পর্যটকদের ভিড় দেখে তাঁরা রীতিমতো খুশি। জম্মু-কাশ্মীর ছাড়াও, গোটা উত্তর ভারতেই তাপমাত্রার পারদ কমেছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা শূন্যের নীচে পৌঁছে গিয়েছে। পাশাপাশি হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতেও তাপমাত্রা হিমাঙ্কের নীচে।  সোনমার্গে পর্যটকরা। -পিটিআই
  • Link to this news (বর্তমান)