জলপাইগুড়িতে বিজেপিতে শশাঙ্ক আসায় ব্যাপক ক্ষোভ দলের অন্দরেই
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: রবিবার বিজেপিতে যোগ দেন শশাঙ্ক রায় বসুনিয়া। তাঁর যোগদান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির জলপাইগুড়ির প্রাক্তন জেলা সম্পাদক অনুপ পাল। তিনি সোশ্যাল মিডিয়ায় শশাঙ্ক রায় বসুনিয়ার নাম না করে পোস্টও করেছেন। বিজেপির বহু পুরনো নেতা অনুপ পালের এমন পোস্টে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। রবিবার ময়নাগুড়ি নতুন বাজারে সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করেন ময়নাগুড়ি-২ নম্বর সাংগঠনিক ব্লকের নেতা শশাঙ্ক রায় বসুনিয়া ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেসের শিবম রায় বসুনিয়া। এই দুজনের যোগদানের পর সরব হয়েছেন অনুপবাবু। অনুপ বলেন, এই শশাঙ্ক রায় বসুনিয়া ময়নাগুড়ি থানায় বসে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন। ফলস্বরূপ আমাকে জেল খাটতে হয়েছে। ওঁকে সিবিআই ডেকেছিল চিটফান্ড কাণ্ডে। শশাঙ্ক রায় বসুনিয়া বলেন, সমস্ত ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তিনি কেন এমনটা বলছেন আমি বুঝে উঠতে পারছি না। সিবিআই আমাকে ডেকেছিল, এটা সত্য কথা। আমি সমস্ত নথি দেখিয়েছি। তারা আমাকে ক্লিনচিট দিয়েছে। তৃণমূলের জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায় বলেন, কে গেল, কে থাকাল আমরা মাথা ঘামাই না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে রয়েছে।