• ফিরল প্রশান্ত তামাংয়ের নিথর দেহ, দার্জিলিংয়ে গায়কের শেষকৃত্য আজ
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা, দার্জিলিং: চোখে জল। কণ্ঠে নেপালি সংগীত। সোমবার এমন ছবি ধরা পড়ে ‘ইন্ডিয়ান আইডল’খ্যাত প্রয়াত গায়ক প্রশান্ত তামাংকে শ্রদ্ধা জানানোর সময়। আজ, মঙ্গলবার দার্জিলিং পাহাড়ে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। এদিন এই গায়কের মরদেহ ঘিরেই এক জায়গায় চলে আসে পাহাড়ের শাসক-বিরোধী সব পক্ষ। সকলেই প্রয়াত গায়ক তথা অভিনেতাকে শ্রদ্ধা জানান। 

    কলকাতা পুলিশের কনস্টেবল ছিলেন প্রশান্ত। ২০০৭ সালে টিভি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ সেরা হন। এরপর তিনি সংগীত চর্চার পাশাপাশি নেপালি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেন। রবিবার দিল্লিতে তাঁর মৃত্যু হয়। সোমবার দিল্লি থেকে ৪২ বছরের এই শিল্পীর কফিনবন্দি দেহ বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমানবন্দরে ভিড় করেন শিল্পীর ভক্তরা। তাঁদের সকলের চোখ জলে ছলছল করছিল। এখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপা, দার্জিলিংয়ের এমপি রাজু বিস্তা, বিধায়ক তথা জিএনএলএফ নেতা নীরজ জিম্বা প্রমুখ। জিটিএ’র চিফ এগজিকউিটিভ বলেন, প্রশান্তের মৃত্যুতে শোকাহত আমরা। শিল্পীর পরিবারের পাশে আছি। এমপি বলেন, দেশের গর্ব ছিলেন প্রশান্ত। ওঁর মৃত্যু গোর্খা জনজাতির কাছে বড় ক্ষতি। 

    বাগডোগরা থেকে এসকর্ট করে প্রয়াত গায়কের মৃতদেহ পাহাড়ে নিয়ে যাওয়া হয়। ১০ এবং ১১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে মাটিগাড়া, শালবাড়ি, সুকনা, তিনধরিয়া, গয়াবাড়ি, মহানদী, কার্শিয়াং সহ বিভিন্ন এলাকায় শববাহী সেই গাড়ি দাঁড় করানো হয়। খাদা পরিয়ে প্রয়াত গায়ককে শেষ শ্রদ্ধা জানান সাধারণ মানুষ ও তাঁর ভক্তরা। বিকেল ৫টা নাগাদ পাহাড়ে পৌঁছয় দেহ। চৌরাস্তায় ঘণ্টা খানেক মৃতদেহ শায়িত রাখা হয়। সেখানে সংগীত শিল্পী, রাজনৈতিক দলের নেতা সহ সর্বস্তরের মানুষ হাজির ছিলেন। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে তিনি জিএনএলএফ ছেড়ে গোর্খা জনমুক্ত মোর্চা তৈরি, পাহাড়ের আন্দোলনের স্মৃতিচারণ করেন। এরপর লোয়ার টুংসুংয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রশান্তের দেহ। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)