নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার বিকেলে ধুন্ধুমারকাণ্ড কুলটি থানার বরাকরে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে শুরু হওয়া বিবাদ শেষে তুমুল সংঘর্ষের আকার নেয়। লাঠি, বাঁশ নিয়ে চলে মারপিট। মহিলারাও জড়িয়ে যান গোলমালে। ইট-পাটকেলের আঘাতে জখম হন অনেকে। অভিযোগ, সেই সময়ে একপক্ষের তরফে দুষ্কৃতীরা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে লাঠিচার্জ শুরু করে পুলিশ। দু’ পক্ষের গোলমালে রণক্ষেত্রে পরিণত হয় বরাকর পুলিশ ফাঁড়ি চত্বর। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েক জনকে আটক করে পুলিশ। আপাতত বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। থমথমে পরিস্থিতি বরাকরজুড়ে। নিছক পাড়াগত গোলমালকে ঢাল রেখে কারা এই তাণ্ডব এবং গুলি চালাল, তা গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বরাকর শিবমন্দির মাঠে ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছিল। বিকেলে সেখানেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারপিট বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নাবালক খেলোয়াড়দের বরাকর পুলিশ ফাঁড়িতে আনা হয়। দু’ পক্ষের অভিভাবকদের ডাকা হয়। আলোচনার মাধ্যমে অশান্তির নিস্পত্তি করে দেওয়া হয়। সোমবার সেই ঘটনাকে নিয়েই ফের দু’টি পাড়া উত্তপ্ত হয়ে ওঠে। বরাকর পুলিশ ফাঁড়ি চত্বরে জমায়েত হওয়া দু’পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। একে অপরকে বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ করে। ইটবৃষ্টি শুরু করে দু’পক্ষই। ইটের ঘায়ে একাধিক টালির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একাধিক ব্যক্তি জখম হওয়ার পরও অশান্তি থামেনি। উল্টে সেই সময়ে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। কুলটির এসিপি, আইসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে। অশান্তি সৃষ্টি করার জন্য কয়েকজনকেও আটকও করা হয়। ঘটনস্থলে আসেন ডেপুটি পুলিশ কমিশনার সানা আখতার। একপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গুলি চলার অভিযোগটিও নথিবদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্রের খোঁজে জোর তল্লাশি শুরু করা হয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ গুলির দুটি খোলও উদ্ধার করেছে।
এসিপি (কুলটি) জাভেদ হোসেন বলেন, ক্রিকেট খেলা নিয়ে দু’ পক্ষের বিবাদ। সেই থেকেই অশান্তির সূত্রপাত। দু’পক্ষের মধ্যে মারপিট হয়। একপক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে। আমরা তদন্ত শুরু করেছি। ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল ব্লক সভাপতি কাঞ্চন রায় বলেন, ক্রিকেট খেলা নিয়ে বিবাদ প্রশাসন মিটিয়ে দিয়েছিল। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এ ক্ষেত্রেও একপক্ষকে উস্কানি দেওয়া হয়েছিল। প্রশাসন কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরা চাই দোষীদের শাস্তি দেওয়া হোক। বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ঘটনাস্থলে গিয়ে বলেন, নিরপেক্ষভাবে তদন্ত হোক, পুলিশকে এমনটাই বলে এসেছি।