• সাড়া নেই, নাগরিকত্ব-প্রদান ক্যাম্প বন্ধ করে দিল বিজেপি
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সাড়া না পাওয়ায় নাগরিকত্ব দেওয়ার ক্যাম্প গুটিয়ে নিল বিজেপি। বাসিন্দাদের মন পেতে রাজ্যের সব জেলাতেই তারা নাগরিকত্বের ক্যাম্প খুলে বসেছিল। কিন্তু, দলের কর্মীরা ছাড়া সেভাবে কেউই তাদের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করেননি। ক্যাম্পগুলি কার্যত জনশূন্য হয়ে পড়েছিল। মুখ রক্ষার জন্য তারা অধিকাংশ জেলা থেকেই ক্যাম্প গুটিয়ে নিয়েছে। বিজেপির এক নেতা বলেন, এসআইআরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মতুয়ারা। তারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। সেকারণে মতুয়াদের নাগরিকত্বের টোপ দিয়ে ক্যাম্প খোলা হয়েছিল। পূর্ব বর্ধমানে বিজেপির জেলা পার্টি অফিস, বড়শুল, জামালপুর, মেমারি সহ বিভিন্ন এলাকায় ক্যাম্প করা হয়। প্রায় দেড় মাস ধরে ক্যাম্প চালিয়েও সাফল্য পাওয়া যায়নি। সাংগঠনিক জেলায় আড়াই থেকে তিন হাজার আবেদন জমা পড়েছে।

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিগত লোকসভা বা বিধানসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত এলাকায় গেরুয়া শিবির সাফল্য পেয়েছিল। কিন্তু এসআইআর চালু হওয়ার পর থেকেই তাদের উপর চাপ বাড়তে থাকে। বাংলাদেশ থেকে বাধ্য হয়ে এপারে আসা বহু পরিবারের নাম ২০০২সালের ভোটার তালিকায় ছিল না। তাদের শুনানির জন্য নোটিস পাঠানো হয়। বহু চেষ্টার পরও নথি জোগাড় করতে না পারায় তাঁরা সমস্যায় পড়েছেন। জামালপুরের বাসিন্দা অনুপ সরকার বলেন, বিজেপির সদিচ্ছা থাকলে তারা আগেই নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করতে পারত। সেটা করেনি। চাপে পড়ে তারা নাগরিকত্বের ক্যাম্প খুলেছিল। এটা লোক দেখানো। নাগরিকত্ব পাওয়ার জন্য মানুষ ওদের অফিসে আবেদন করতে যাবে কেন? আর এক মতুয়া বলেন, বাবা ২০০২সালের অনেক আগে বাংলাদেশ থেকে এপারে এসেছিলেন। সেইসময় তিনি ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। পরে নাম উঠেছে। পরিবারের তিনজনকে শুনানির জন্য নোটিশ করা হয়েছিল। কোনও নথি আমাদের কাছে নেই। বিজেপি সদিচ্ছা থাকলে আগেই নাগরিকত্ব দিয়ে আমাদের এই ঝক্কির হাত থেকে রক্ষা করতে পারত। নাগরিকত্বের আবেদন করতে হলে সরকারি জায়গায় করব। ওদের কাছে যাব কেন? 

    পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু বলেন, ভোট এলে প্রতিবারই বিজেপির মতুয়াদের সামনে নাগরিকত্বের টোপ দেয়। কিন্তু কাজের কাজ কিছু করে না। সেটা মতুয়ারা বুঝে গিয়েছে। সেকারণেই বিজেপিকে ক্যাম্প গুটিয়ে নিতে হচ্ছে। তবে মতুয়াদের পাশে আমাদের দল সব সময় ছিল। আগামী দিনেও থাকবে। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, প্রয়োজন হলে আবার নাগরিকত্ব দেওয়ার জন্য ক্যাম্প করা হবে। মতুয়ারা জানে, তাদের পাশে কারা রয়েছে। তাদের বিভ্রান্ত করে লাভ হবে না।
  • Link to this news (বর্তমান)