বীরভূমজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বামীজির জন্মদিবস পালন
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও সংবাদদাতা, রামপুরহাট ও বোলপুর: জেলার বিভিন্ন অংশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল স্বামী বিবেকান্দের জন্মদিবস। পুষ্পার্ঘ্য নিবেদন, পদযাত্রা, ম্যারাথন, আলোচনাসভা, থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতার মতো নানা আঙ্গিকে পালন করা হয় বিবেক জন্মজয়ন্তী অনুষ্ঠান। সোমবার সিউড়ির প্রশাসনিক ভবনে বিবেকান্দের প্রতিকৃতীতে মাল্যদান করেন জেলাশাসক ধবল জৈন। সিউড়ি শহরের বেশ কয়েকটি স্কুলের তরফে এদিন পদযাত্রা বের হয়। খুদেরা বিভিন্ন মনীষীর সাজে সেজেছিলেন। সাঁইথিয়ায় থানা মোড়ের কাছে বিবেকানন্দের উঁচু মূর্তিতে জেসিবিতে চড়ে মাল্যদান করেন পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত। রাজনগর তৃণমূলের পক্ষ চন্দ্রপুরে প্রতি বছরের মতো এবছরও দিনভর বিবেকানন্দ জন্মজয়ন্তী পালনের এলাহি আয়োজন করা হয়। ছিল ম্যারাথন, ভলিবল প্রতিযোগিতা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের জন্মদিনে কীর্ণাহারে সহস্র কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। এদিন সকালে বাজার এলাকায় আয়োজকদের তরফে একটি পদযাত্রা বের হয়। বিজেপির তরফেও সাঁইথিয়াতে বিবেক যাত্রা মিছিল করেন জেলা সভাপতি উদয় শংকর বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে, সোমবার স্বামীজীর জন্মদিন উপলক্ষ্যে এলাকার মানুষকে নিয়ে বনভোজনে মাতল মল্লারপুরের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম। আশ্রম চত্বরে থাকা স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে কেক কেটে সকলের মধ্যে বিলি করলেন রামপুরহাট মহকুমা শাসক অশ্বিন বি রাঠোর, ময়ূরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় ও আশ্রমের কর্মকর্তারা। আশ্রমের সম্পাদক সুকান্ত মণ্ডল বলেন, এদিন এলাকার ২৪জনের হাতে প্রতিবন্ধী সরঞ্জাম দেওয়া হয়েছে। এছাড়া এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, ব্লকস্তরে অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে।
এদিন বোলপুরের রামকৃষ্ণ মঠে বিশেষ পূজা, আরতি ও বৈদিক পাঠের আয়োজন করা হয়। রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রভাতফেরি ও শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রার মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শ ও মানবকল্যাণের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বিশ্বভারতীর বিনয় ভবনের উদ্যোগেও জাতীয় যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, অধ্যাপক অমিত হাজরা সহ পড়ুয়ারা। বোলপুর পুরসভা চত্বরে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন পুরপ্রধান পর্ণা ঘোষ সহ ২২টি ওয়ার্ডের পুর প্রতিনিধিরা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। বোলপুরের চিত্রা মোড় সংলগ্ন প্রয়াত চিকিৎসক রাধাকৃষ্ণ সিংহের বাড়িতে স্থাপিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে। এছাড়াও বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার উদ্যোগে ‘বিবেকযাত্রা’ অনুষ্ঠিত হয়। বোলপুর চৌরাস্তায় অংশ নেন জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ দলের নেতা-কর্মী ও সমর্থকেরা।