সংবাদদাতা, কালনা: প্রশাসনের নিষেধ সত্ত্বেও চীনা মাঞ্জার ব্যবহার রোখা যাচ্ছে না। মাঝেমধ্যেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। সেকারণেই সোমবার দিনভর বিভিন্ন ঘুড়ি, সুতোর দোকানে অভিযান চালায় পুলিশ। প্রায় ৫০ রিল চীনা মাঞ্জা বাজেয়াপ্ত করে কালনা থানার পুলিশ। ধারাবাহিক ভাবে এই অভিযান চলবে বলে পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ১ মাঘ কালনা এলাকায় চলে ঘুড়ির উৎসব। সোমবার বর্তমান পত্রিকায় কালনা জুড়ে দেদার চীনা মাঞ্জার বিক্রির খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসে প্রশাসন। খবর প্রকাশিত হতেই এদিন কালনার শ্বাসপুর দিঘিরপাড় ও লিচুলতলা, তালবোনা এলাকায় বেশ কয়েকটি ঘুড়ি ও সুতো বিক্রির দোকানে অভিযান চালানো হয়। দুপুর থেকে অভিযান শুরু হতেই একের পর এক নিষিদ্ধ চীনা মাঞ্জা সুতো বিক্রির দোকানে ঝাপ পড়তে থাকে। তার মধ্যেই সাতগাছিয়া ও হাটকালনা পঞ্চায়েতের দিঘিরপাড় ও তালবোনা, লিচুতলা এলাকায় বেশ কয়েকটি দোকানে হানা দিয়ে প্রায় পঞ্চাশ রিল চীনা মাঞ্জা আটক করে পুলিশ। কালনা থানার এক অফিসার বলেন, ধারাবাহিক ভাবে চীনা মাঞ্জার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আগেও প্রচুর চীনা মাঞ্জা বাজেয়াপ্ত হয়েছিল। উৎসবের আরও দু’দিন বাকি। বাকি দিনগুলিতেও চলবে অভিযান।