টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে কিউআর কোড বসাতে চলেছে পুরুলিয়া পুরসভা
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এবার বেপরোয়া টোটোর দৌরাত্ম্যে লাগাম টানতে পুরুলিয়া পুরসভা প্রযুক্তির সাহায্য নিতে চলেছে। রেজিস্ট্রেশনপ্রাপ্ত টোটোতে বসানো হচ্ছে কিউআর কোড। আজ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার সূচনা হবে। এই পর্বে প্রথম ধাপে দুই শতাধিক টোটোতে পরীক্ষামূলকভাবে কিউআর কোড লাগানো হবে। ট্রায়াল রানে সফলতা মিলতেই জেলার সদর শহরের প্রতিটি টোটোতেই কিউআর কোড বসানো হবে। এই কাজে জেলা পরিবহণ দপ্তর সহ ট্রাফিক বিভাগ সহযোগী ভূমিকা পালন করছে। এবিষয়ে এক পুর আধিকারিক বলেন, কিউআর কোডের সাহায্যে টোটোর গতিবিধি সহ চালকের বিস্তারিত তথ্য সহজেই জানা যাবে। সেইসঙ্গে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও কিউআর কোডের সৌজন্যে বেপরোয়া টোটোর দৌরাত্ম্যে রাশ টানা সম্ভব হবে। ফলে যানজট সমস্যার সমাধান হবে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে আজ থেকে ট্রায়াল রান শুরু হতে চলেছে।
জেলার সদর শহর পুরুলিয়ায় কমবেশি প্রায় ৭০০০ রেজিস্ট্রেশনপ্রাপ্ত টোটো রয়েছে। সেইসঙ্গে রেজিস্ট্রেশনহীন টোটোও জেলার সদর শহরের রাস্তা দাপিয়ে বেড়াতে দেখা যায় বলে অভিযোগ। অন্যদিকে, সংলগ্ন গ্রামীণ এলাকার টোটোও শহরের রাস্তা দাপিয়ে বেড়ানোর অভিযোগও নতুন নয়। ফলস্বরূপ জেলা সদরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় মাঝেমধ্যেই যানজট সৃষ্টি হয়। সেই সমস্যার পাকাপাকি সমাধানে এবার পুর কর্তৃপক্ষ পরিবহণ দপ্তর সহ ট্রাফিক বিভাগের সহযোগিতায় রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রতিটি টোটোর নথি সংগ্রহের কাজ করেছে। পরবর্তী ধাপে ওই তথ্যের ভিত্তিতে কিউআর কোড তৈরি করা হয়েছে। পুরসভার তরফে জানা গিয়েছে, প্রতিটি কিউআর কোড স্ক্যান করলেই ফোন নম্বর সহ চালকের বিস্তারিত তথ্য সহজেই জানা যাবে। সেইসঙ্গে নির্দিষ্ট ওই টোটো কোনও রুটে চলাচলের ক্ষেত্রে অনুমোদনপ্রাপ্ত তাও স্পষ্ট হবে। ফলে, মর্জিমাফিক টোটো শহরের যে কোনও রাস্তা দাপিয়ে বেড়াতে পারবে না। সেইসঙ্গে যত্রতত্র টোটোর দাঁড়িয়ে থাকা বন্ধ করতে ইতিমধ্যে পুরসভার তরফে ২১টি পার্কিংজোন চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আরও ৪০টি পার্কিংজোন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তার জেরে যানজট সমস্যায় কিছুটা হলেও রাশ টানা সম্ভব হবে।
পুরসভা সূত্রে খবর, ট্রায়াল রান পর্বে প্রথম ধাপে মোট ২১১টি টোটোতে কিউআর কোড বসানো হবে। পুর আধিকারিকদের দাবি, টোটোয় বসতে চলা অত্যাধুনিক কিউআর কোড অপরাধ দমনেও যথেষ্টই সহায়ক হবে। সেইসঙ্গে ভাড়া পরিশোধের ক্ষেত্রে খুচরো সমস্যার সমাধানেও অনন্য ভূমিকা নেবে প্রতিটি কিউআর কোড। প্রতিটি কিউআর কোডে চালকের বিস্তারিত তথ্যের পাশাপাশি ব্যাঙ্কের সঙ্গেও লিঙ্ক থাকবে। ফলত, যে কোনও যাত্রী নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে ভাড়াও দিতে পারবেন। তবে, ট্রায়াল রান পর্বে অবশ্য এই সুবিধা মিলবে না। এভাবেই ঘুরে বেড়ায় টোটো। -নিজস্ব চিত্র