সঙ্গী হবু জামাই, পাঁচ লক্ষ টাকা-সোনা হাতিয়ে চম্পট দিল বৃদ্ধের অ্যাটেনডেন্ট
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাটনডেন্টের কাজ করতে গিয়ে বৃদ্ধের অসুস্থতার সুযোগ নিয়ে হবু শাশুড়ি হাতিয়েছিল ব্যাংকের নথি, এটিএম আর লকারের চাবি। তা দিয়েছিল হবু জামাইকে। লকার থেকে জামাই সরিয়েছিল সোনার গয়না। ব্যাংক ও এটিএম থেকে তুলেছিল পাঁচ লক্ষের বেশি টাকা। বৃদ্ধ সুস্থ হয়েই বিষয়টি জানতে পেরে অভিযোগ করেছিলেন পাটুলি থানায়। তদন্তে নেমে অভিযুক্ত হবু জামাই রোহন বলকে আজাদগড় থেকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে পাটুলি থানা। অভিযুক্ত মহিলা নমিতা ভট্টাচার্য পলাতক।
পাটুলি এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন ৬৫ বছরের বৃদ্ধ দেবজ্যোতি দত্ত রায়। ২০১৪ সালে নমিতাকে অ্যাটেনডেন্ট হিসাবে নিয়োগ করেন। ব্যাংকের পাসবই, এটিএম কার্ড সমস্ত কিছুই তাঁকে আলমারি থেকে এনে দিত এই মহিলা। ২০২৫ সালের মে মাসে বৃদ্ধ হাসপাতালে ভরতি হন। এই সময় ব্যাংকের কাজকর্ম দেখভাল করত নমিতা। হাসপাতালের বিলও এটিএম কার্ড দিয়ে মেটায়। এমনকি বৃদ্ধ হাসপাতালে যাওয়ার আগে চেক সই করে দিয়ে যান। বৃদ্ধ সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও তাঁর এটিএম কার্ড, চেক বুক দেয়নি অভিযুক্ত। এই সুযোগে হাতিয়ে নেয় লকারের চাবি। তারপর হবু জামাইয়ের সঙ্গে পরামর্শ করে বৃদ্ধের ব্যাংকে থাকা টাকা তুলে নিতে হবে। হাসপাতালের বিল মেটানোর সময় বৃদ্ধ অ্যাটেনডেন্টকে এটিএমের পাসওয়ার্ড বলেছিলেন। সেই পাসওয়ার্ড শাশুড়ি হবু জামাইকে বলে দেয়। সেইমতো ওই তরুণ এটিএম কার্ড নিয়ে ধাপে ধাপে ৩ লক্ষ ৩০ হাজার তুলে নেয়। চেক জমা করে ২ লক্ষ ৬৪ হাজার তোলে। লকার খুলে ৬৫ গ্রাম সোনার অলংকার সরিয়ে নেয় দুই অভিযুক্ত। বৃদ্ধ জানুয়ারি মাসে ব্যাংকে গিয়ে জানতে পারেন অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা উঠে গিয়েছে। পাটুলি থানায় লিখিত অভিযোগ করেন।
তদন্তে নেমে পুলিশ ব্যাংকে থেকে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে জানতে পারে, টাকা তুলেছে এক তরুণ। চেক জমা করার সময় তাঁর মোবাইল নম্বর দিয়েছে। সেই সূত্র ধরে রোহনকে চিহ্নিত করা হয়। তারপরই তাকে গ্রেপ্তার করা হয় আজাদগড় থেকে। ধৃত জেরায় জানিয়েছে সে ও তার হবু শাশুড়ি মিলে পরিকল্পনা করে টাকা ও সোনা হাতিয়েছে। সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযোগকারীর আইনজীবী রাহুল ঘোষ বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে টাকা ও গয়না উদ্ধার করতে হবে। তাই পুলিশ হেপাজত দরকার। সওয়াল শেষে রোহনকে পুলিশি হেপাজতে পাঠায় আদালত।