রেল লাইনের ধার থেকে সাড়ে পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধার
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সাড়ে পাঁচ বছরের এক শিশু। সোমবার সকালে গড়িয়া স্টেশনের কাছে একটি ঝোঁপ থেকে উদ্ধার হল তার মৃতদেহ। পুলিশের দাবি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে হরিদাস গায়েন নামে ওই শিশুর। সে বিশেষভাবে সক্ষম। জানা গিয়েছে, গড়িয়ার বোয়ালিয়া এলাকার বাসিন্দা ছিল শিশুটি। ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় বাবা ও মা তাকে ঘরেই আটকে রাখতেন। খুব একটা বেরতে দিতেন না। রবিবার সন্ধ্যায় বাড়ির গেটের তালা খোলা ছিল। সেই সুযোগে ঘর থেকে বেরিয়ে যায় হরিদাস। পরে এদিক-ওদিক খোঁজাখুঁজির করেও মেলেনি তার কোনও খবর।
এরপর নরেন্দ্রপুর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন শিশুর বাড়ির লোকজন। পুলিশও বিভিন্নভাবে খুঁজতে থাকে। দেখা হয় এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। কিন্তু কোথাও কোনও কিছু পাওয়া যায়নি।
এদিকে, এদিন সকালে গড়িয়া ও নরেন্দ্রপুর স্টেশনের মাঝে উজ্জয়িনী মোড়ের কাছে রেল লাইনের ধারে একটি ঝোঁপে এক শিশুর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ওই শিশুর দেহ শনাক্ত করেন তার বাড়ির লোকজন।
ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর বাবা ও মা। তাঁদের এক প্রতিবেশী বলেন, মা-বাবার খুব আদুরে ছিল হরিদাস। কীভাবে এমন ঘটনা ঘটল, বোঝা যাচ্ছে না। তদন্তে পুলিশ কোনও ‘ফাউল প্লে’ পায়নি। উদভ্রান্তের মত হাঁটতে হাঁটতে হয়তো রেল লাইনের উপর এসেছিল শিশুটে। তখনই ট্রেন ধাক্কা দেয় ওকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।