বারাকপুর-নোয়াপাড়ায় সেবাশ্রয় কেন্দ্র, চিকিৎসা পেলেন ৫ হাজার মানুষ
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার বারাকপুর ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তিনটি করে সেবাশ্রয় শিবির চালু হল। উদ্বোধন করলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, মঞ্জু বসু, বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস প্রমুখ। প্রথম দিনেই শিবিরগুলিতে হাজার পাঁচেক মানুষ চিকিৎসা পেলেন।
গত সপ্তাহের সোমবার হালিশহরে ডায়মন্ডহারবার মডেলে সেবাশ্রয় ক্যাম্প চালু হয়েছিল। এছাড়া চারদিন ধরে বিজপুর বিধানসভা কেন্দ্রে চারটি ক্যাম্পের মাধ্যমে আট হাজার মানুষ চিকিৎসা পেয়েছে। নৈহাটিতে তিনটি শিবির থেকে ৬৭৪২ জনের চিকিৎসা করা হয়েছে। আর গত শনিবার ভাটপাড়া এবং জগদ্দলে তিনটে করে সেবাশ্রয় ক্যাম্প চালু হয়, যা এখনও চলছে।
এনিয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেলের অনুকরণে প্রতিটি বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় ক্যাম্প করছি। এক একটি বিধানসভা কেন্দ্রে তিন বা চারদিন করে শিবির হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা বারাকপুরে শুরু করলাম। সব বিভাগের চিকিৎসা হচ্ছে। রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষারও ব্যবস্থা রয়েছে।
কাঁচরাপাড়ায় যাঁরা চোখ দেখিয়েছেন, তাঁদের চশমাও দেওয়া হয়েছে। প্রয়োজনে চোখের অপারেশনের ব্যবস্থাও করা হচ্ছে। বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। সাতটি বিধানসভা কেন্দ্রে যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাঁদের জন্য ২৬ জানুয়ারি বিশেষ ক্যাম্প হবে নৈহাটি স্টেডিয়ামে। এদিন পর্যন্ত প্রায় কুড়ি হাজার মানুষ এই ক্যাম্পগুলির মাধ্যমে চিকিৎসার সুযোগ পেলেন। আরও কয়েক হাজার মানুষ চিকিৎসার সুযোগ পাবেন। নিজস্ব চিত্র