• মালিকের আলমারি খুলে সোনার গয়না চুরির অভিযোগ নাগেরবাজারে, ধৃত কেয়ারটেকার
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: বাগুইআটি থেকে নকল চাবি বানিয়ে গৃহকর্তার আলমারি খুলে সোনার গয়না চুরির অভিযোগ উঠেছিল কেয়ারটেকারের বিরুদ্ধে। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে নাগেরবাজার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া সোনা ও নগদ সাত লক্ষাধিক টাকা উদ্ধার করেছে। অন্যদিকে, পূর্ব সিঁথিতেও সোনা চুরির ঘটনা ঘটেছে। সেখানে বাবা ও মায়ের অনুপস্থিতিতে বাড়িতে বন্ধু ও বান্ধবীদের ডেকে পার্টির আয়োজন করেছিলেন কলেজ ছাত্রী। ওই পার্টি চলাকালীন বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার অলংকার চুরি যায়। ওই বন্ধুদের জেরা করে পুলিশ সেই সোনার গয়না উদ্ধার করেছে।

    নাগেরবাজারের ৪৩, শ্যামনগর রোডের অভিজাত আবাসনের বাসিন্দা প্রদ্যোৎ বন্দ্যোপাধ্যায় পেশায় ব্যবসায়ী। গত দেড় বছর ধরে তাঁর বাড়িতে কেয়ারটেকারের কাজ করত জয়ন্ত সামন্ত। সে থাকে হুগলির তারকেশ্বর থানা এলাকার মুক্তারপুরে। গত ৭ জানুয়ারি প্রদ্যোৎবাবু আলমারি খুলে দেখেন, প্রায় ১৪-১৫ ভরি সোনার গয়না খোয়া গিয়েছে। তাঁর সন্দেহ গিয়ে পড়ে কেয়ারটেকারের উপর। পরের দিন তিনি নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওইদিনই সূত্র খুঁজে পায়। জেরায় কেয়ারটেকার চুরির কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানতে পারে, প্রদ্যোতবাবু একদিন আলমারি খোলায় সে ভিতরে প্রচুর সোনার গয়না দেখতে পেয়েছিল। এরপর বাগুইআটি থেকে আলমারির নকল চাবি বানিয়ে গয়না চুরি করে তারকেশ্বরে পালিয়ে যায়। সেখানকার এক সোনার দোকানে ওই গয়না বিক্রি করে সে। সোনা বিক্রি করে পেয়েছিল ৭ লক্ষ ২০ হাজার টাকা। ওই টাকা তারকেশ্বরের বাড়িতে রেখে ফের কাজে এসেছিল সে। চুরির সোনা কেনার অভিযোগে পুলিশ তারকেশ্বরের ওই স্বর্ণ ব্যবসায়ী অমল দত্ত রায়কে গ্রেপ্তার করে। এরপর চুরি যাওয়া প্রায় ৯০ গ্রাম সোনার গয়না এবং ৭ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করে। অন্যদিকে, পূর্ব সিঁথিতে রহস্যজনক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৩০ গ্রাম সোনার অলংকার উদ্ধার করেছে। বাড়ির মালিক তিনদিনের জন্য সস্ত্রীক বসিরহাটে গিয়েছিলেন। বাড়িতে ছিল তাঁদের কলেজ পড়ুয়া মেয়ে। তিনি এই সুযোগে বাড়িতে একাধিক বন্ধু ও বান্ধবীকে ডেকে নেশার আসর বসিয়েছিলেন। এর ফাঁকেই আলমারি খুলে সোনার গয়না চুরি করেছিল যুবতীর বন্ধুরা। ব্যবসায়ী বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পেরে নাগেরবাজার থানার দ্বারস্থ হয়েছিলেন।
  • Link to this news (বর্তমান)