• জলাজমি ভরাট রুখতে গিয়ে হুমকির মুখে সদ্য প্রাক্তন মহিলা কাউন্সিলার
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: দক্ষিণ দমদমের মাঠকল এলাকায় জলাভূমি ভরাটের প্রতিবাদ করেছিলেন পদত্যাগী মহিলা কাউন্সিলার। অভিযোগ, সেকারণে তাঁকে গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক মহল সূত্রের খবর, গোপা পান্ডে পদত্যাগ করায় এতদিন কোণঠাসা থাকা বিরোধী গোষ্ঠী এবার সক্রিয় হয়েছে। তার জেরেই এই ঘটনা।

    শহরের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন গোপা পাণ্ডে। তিনি পেশায় শিক্ষিকা। গত ৩১ ডিসেম্বর কাউন্সিলার পদ থেকে ইস্তফা দেন গোপাদেবী। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। সম্প্রতি, ওই ওয়ার্ডের মাঠকল এলাকায় জলাজমি ভরাটের কাজ চলছিল। ভরাটের জন্য বড়ো মাটি নিয়ে ডাম্পার যাতায়াত করায় এলাকায় পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পাইপ ফেটে রাস্তায় জল জমেছে। খবর পেয়ে গোপাদেবী এলাকায় গিয়ে জলাভূমি ভরাটের প্রতিবাদ করেন। তখনই তিনি হুমকির মুখে পড়েন বলে অভিযোগ। গোপাদেবী বলেন, অভিযোগ পেয়ে তিনি স্নেহছায়া আবাসন লাগোয়া সেই জলাজমিতে গিয়েছিলেন। তখন এলাকার দুই তৃণমূল কর্মী তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। তাঁরা এক নেতার নাম করে বলেন, তিনি বর্তমানে পুর প্রতিনিধি নন। তাই তাঁর কাজ আটকানোর কোনও অধিকার নেই। অকথ্য গালিগালাজ করে অভিযুক্তরা আরও বলেন, বাড়াবাড়ি বন্ধ না করলে মাটিতে পুঁতে ফেলা হবে।

    প্রসঙ্গত, দক্ষিণ দমদমে জলাভূমি ভরাট করে বেআইনি বহুতল নির্মাণ এখন জলভাত হয়ে গিয়েছে প্রোমোটারদের কাছে। শহরে প্রতিযোগিতার আবহে বেআইনি বহুতল তৈরি হচ্ছে। গত কয়েক বছর ধরে ৩ নম্বর ওয়ার্ডে এমন ভুরি ভুরি অভিযোগ রয়েছে। দমদম থানাতেও বহু অভিযোগ হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলার গোপাদেবী পদত্যাগ করায় তাঁর বিরোধী গোষ্ঠী উল্লসিত। তাঁরা এখন নতুন উদ্যমে কাজ শুরু করেছে। সিন্ডিকেটের হাত বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। নিজের জমি ধরে রাখতে পালটা গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে।
  • Link to this news (বর্তমান)