• ফের বড়পর্দায় জীতু
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • চিত্রনাট্য পছন্দ না হলে সে ছবিতে অভিনয় করেন না। তার জন্য অপেক্ষা করতেও রাজি জীতু কমল। এহেন অভিনেতা ফিরছেন বড়পর্দায়। দীর্ঘদিন পর পরিচালকের আসনে দেখা যাবে অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। ছবির নাম ‘চোর’। সেখানেই মুখ্য চরিত্রে থাকছেন জীতু। প্রথমবার অগ্নিদেবের পরিচালনায় কাজ করবেন তিনি। জানা গিয়েছে, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য এগবে। জীতু ছাড়াও দুই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজেশ শর্মা ও শংকর চক্রবর্তী। এছাড়াও মানসী সিনহা, দেবলীনা কুমার ও অঞ্জনা বসুর অভিনয় দেখা যাবে। ছবির সংলাপ লিখছেন অভিনেত্রী তথা অগ্নিদেবের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগামী মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে ছবিটি মুক্তি পেতে পারে।
  • Link to this news (বর্তমান)