• LIVE: বিদ্যুৎ বিভ্রাট, সাতসকালে থমকে কলকাতা মেট্রো
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৬
  • মঙ্গলবার সাতসকালে বিঘ্ন কলকাতা মেট্রো পরিষেবায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝখানে একটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের নেতাজি ভবন স্টেশনে নিরাপদে নামিয়ে আনা হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত ট্রেন চলছে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। পরিষেবা শীঘ্রই স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন।

    রাজ্যজুড়ে অব্যাহত শীতের দাপট। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। মকর সংক্রান্তিতে বাড়বে ঠান্ডার দাপট। মঙ্গলবার থেকে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহে রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

  • Link to this news (এই সময়)