• কোচবিহারে অভিষেক, পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৬
  • দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহার যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার শহর লাগোয়া ঘুঘুমারি কদমতলায় জনসভার আয়োজন করা হয়েছে। এ দিন দুপুরে এই কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

    পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁর গাড়িতে হামলার ঘটনার পরে জেলার রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। এই আবহের মধ্যে এ দিন দুপুরে তাঁর চন্দ্রকোনা রোড বাজারে প্রতিবাদ মিছিল ও সভা করার কথা।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেখা করবেন বাংলা একতা মঞ্চের সদস্যরা। SIR নিয়ে যে ধরনের সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, সেই সব বিষয় সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হবে।

    WPL-এর ষষ্ঠ ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। নবি মুম্বইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। বর্তমানে দুই দলই ২ টো করে ম্যাচ খেলেছে। গুজরাট দুটো খেলে দুটোই জিতেছে, অন্য দিকে মুম্বই ইন্ডিয়ান্স একটা জিতেছে।

  • Link to this news (এই সময়)