• বিবেকানন্দের জন্মদিবসে BJP ছেড়ে তৃণমূলে যোগদান! জারি রাজনৈতিক বিতর্ক
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৬
  • এই সময়, হাওড়া: স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনেও বিতর্ক পিছু ছাড়ল না। বিবেকানন্দের ১৬৪-তম জন্মদিন উপলক্ষে সোমবার হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর হাওড়ার পিলখানার মোড় থেকে বেলুড় মঠ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শুরুর আগে পিলখানায় তৃণমূল কংগ্রেসের মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক ও দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা। সেই মঞ্চ এবং তার আশপাশে তৃণমূলের দলীয় পতাকা টাঙানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, হাওড়ার সাঁকরাইলে পদযাত্রা শেষে বিরোধী দল থেকে কয়েকজন কর্মী তৃণমূলে যোগদান করেন। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

    বিজেপির অভিযোগ, স্বামী বিবেকানন্দের নামে আয়োজিত পদযাত্রায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং দলীয় পতাকা ব্যবহারের মাধ্যমে এটিকে কার্যত নির্বাচনী মিছিলে পরিণত করা হয়েছে। রাজ্য বিজেপির নেতা উমেশ রাই বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ সবকিছু দেখছেন। সময় এলে তারাই উপযুক্ত জবাব দেবে।'

    এ দিন পিলখানার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক কল্যাণ ঘোষ, গুলশান মল্লিক ও গৌতম চৌধুরী প্রমুখ। মশাল হাতে মিছিলের নেতৃত্ব দেন মনোজ তিওয়ারি, গৌতম চৌধুরী এবং হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। এই অনুষ্ঠানকে ঘিরে রাজনীতি করার অভিযোগ উঠলেও উত্তর হাওড়ার বিধায়ক ও হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী বলেন, 'তৃণমূল কংগ্রেস সারা বছরই স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলে। হিন্দুদের একচেটিয়া ঠিকাদারি বিজেপি নেয়নি। আজকের কর্মসূচির সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই।'

    বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিন তৃণমূল, বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন হয়। কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন স্কুল থেকে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন শ্রীরামকৃষ্ণ মঠের সন্ন্যাসী এবং স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। নেশামুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে খানাকুল বিধানসভার রামনগর থেকে চক্রপুর পর্যন্ত ম্যারাথন অনুষ্ঠিত হয়। যার নেতৃত্বে ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। বিবেকানন্দর জন্ম জয়ন্তীতে 'রান ফর হেলথ'- এর আয়োজন করেছিল চন্দননগর পুলিশ। সোমবার এই উপলক্ষে চুঁচুড়া মাঠ থেকে রান ফর হেলথ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন প্রাক্তন অ্যাথলিট সরস্বতী সাহা, মনোরঞ্জন পাড়ুই।

  • Link to this news (এই সময়)