তপসিয়ায় উল্টে গেল বেপরোয়া সরকারি বাস, আহত বেশ কয়েকজন
আজকাল | ১৩ জানুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে কলকাতায় পথ দুর্ঘটনা। তপসিয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই সরকারি বাস। এর ফেল আহত হয়েছেন কন্ডাক্টর-সহ বেশ কয়েকজন যাত্রী। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের পিছনের দিকের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং থেকে সায়েন্স সিটির দিকে আসার পথে তপসিয়া মোড়ের কাছে আচমকাই উল্টে যায় সরকারি বাসটি। বাসের দরজাটি উপর দিকে উঠে যাওয়ায় প্রথমেই যাত্রীদের উদ্ধার করা যায়নি। পরে বাসের পিছনের দিকের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকাজ শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।
জানা গিয়েছে, এদিন সকালে বাসটির সামনে আচমকাই একটি বাস চলে আসে। সেটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই পাশের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটায় তপসিয়া মোড়ে যানজটের সৃষ্টি হয়। বাসের যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তায়। উল্টে যাওয়া বাসটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, গত মাসে মা ফ্লাইওভারে দুর্ঘটনার ফলে আহত হন তিন জন। জানা গিয়েছিল, একটি গাড়ি আসছিল গড়িয়ার দিক থেকে এবং আরেকটি গাড়ি আসছিল বাইপাস ধাবার দিক থেকে। একটি গাড়ি মা ফ্লাইওভারে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরেই অপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি ধাক্কা খেলে উলটো দিকে ঘুরে অপর একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়।
নভেম্বর মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক স্কুলছাত্রের। সাইকেলে চেপে স্কুলে যাওয়ার সময় বেপরোয়া একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় পড়ুয়াটি। ঘটনার জেরে বাসটিকে আটক করা হয়েছে৷ বর্তমানে চালক ফেরার৷ ওই মাসেই সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহত হন এক প্রৌঢ় দম্পতি। আচমকা বাসের ধাক্কায় গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। ঘটনার জেরে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহত দুজনকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন বৃদ্ধার মৃত্যু হয়।