নিম্নচাপের মেঘ সরতেই বাড়ছে হিমেল হাওয়ার গতি। সোমবার ফের শহরে ফিরেছে জাঁকিয়ে শীত। হাওয়া অফিস বলছে, । দক্ষিণবঙ্গে আগামী তিনদিন স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নিচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কতটা শীত থাকবে? কতদিনই বা চলবে এই হাড় কাঁপানো ঠান্ডা? এই সপ্তাহে কেমন থাকবে রাজ্যের ২৩টি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিসের পূর্বাভাস
পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস। ফলে মকর সংক্রান্তিতে নতুন করে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা আরও প্রবল। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হওয়ার পরে রাজ্য জুড়ে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সংক্রান্তিতেও কনকনে ঠান্ডার সম্ভাবনা খুব বেশি। পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহে রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
হাওয়া অফিস বলছে, কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে পারে ১১ ডিগ্রিতে । পশ্চিমের জেলাগুলিতে ৭ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা । শীতের পাশাপাশি সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপটও বজায় থাকবে। পূর্বাভাস বলছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, আপাতত পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তার ফলে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে শীতের দাপট। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হচ্ছে না। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের মত পরিস্থিতি থাকবে বলে আরও দু’দিন। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকার সম্ভাবনা অধিকাংশ জেলায় বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারেও। আপাতত সাতদিন বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।
কলকাতার আবহাওয়া
গত মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছিল। তার পর পারদ কিছুটা চড়লেও শীতে ঘাটতি পরেনি। যদিও গত রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে পৌঁছে যায়। তবে সোমবার ফের পারদ পতন ঘটে। সপ্তাহের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তুরে হাওয়ার দাপটে আগামী ৫ থেকে ৬ দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী এক সপ্তাহ শীতের আমেজ বজায় থাকবে শহরে। মকর সংক্রান্তিতেও 'কনকনে ঠান্ডা' অনুভূত হবে। বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা থাকবে। সূর্যাস্তের পর ও ভোরের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।