• সকাল থেকে মেট্রো বিভ্রাট ব্লু লাইনে, পরিষেবা স্বাভাবিক হল?
    আজ তক | ১৩ জানুয়ারি ২০২৬
  • নতুন বছরেও পুরনো রোগেই জর্জরিত কলকাতা মেট্রোর ‘ব্লু লাইন’। সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিন শুরু হতে না হতেই হোঁচট মেট্রোর। মঙ্গলবার সাতসকালে বিঘ্ন কলকাতা মেট্রো পরিষেবায়।  চলতে-চলতে বন্ধ হয়ে যায় মেট্রো। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গের মধ্য়েই থেমে যায়মেট্রো। বদ্ধ পরিবেশে উদ্বেগ তৈরি হল যাত্রীদের মনে। 

    বিদ্যুৎ বিভ্রাটের কারণে নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝখানে একটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের নেতাজি ভবন স্টেশনে নিরাপদে নামিয়ে আনা হয়।  মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত ট্রেন চলছে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। পরিষেবা শীঘ্রই স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। পরে মেট্রো কর্তৃপক্ষ জানান, সকাল ৯টা থেকে দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ফের মেট্রো চলাচল শুরু হয়েছে। 

    সপ্তাহের শুরুতেই এই ঘটনায় অফিসযাত্রীরা সমস্যায় পড়েন।  মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিদ্য়ুৎ বিভ্রাটের জেরেই এই সমস্য়ার সূত্রপাত। বিদ্য়ুৎ সংক্রান্ত কোন একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রোটি। স্বাভাবিক ভাবেই যাত্রীদের উদ্বিগ্ন হতে বারণ করে মেট্রো কর্তৃপক্ষ। এরপর শুরু হয় উদ্ধার প্রক্রিয়া। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। অন্য়দিকে, শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা সচল রয়েছে। মাঝের অংশে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট, তাও দ্রুত সারিয়ে তুলে সচল করে দেওয়া হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা। সেই পরিষেবা বর্তমানে স্বাভাবিক করা হয়েছে।
     
  • Link to this news (আজ তক)