• জলপাইগুড়ি রাজবাড়িতে ঢুকে পড়ল হাতি! উদ্ধারে গিয়ে কালঘাম ছুটল বনদপ্তরের
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজবাড়িতে ঢুকে পড়ল দলছুট হাতি। আর এনিয়ে গতকাল, সোমবার মাঝরাতে হইচই। বাধ্য হয়ে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করেন বনকর্মীরা। তাকে কাবু করে নিয়ে যাওয়া হয় গোরুমারায়। গতকাল, সোমবার সকালে জলপাইগুড়ি শহরের কাছে করলাভ্যালি চা বাগানে পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় ওই হাতিটি। জেসিবি দিয়ে উদ্ধারের পরই সে তাণ্ডব শুরু করে দেয়। জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে এক নম্বর সুভাষনগর কলোনি এলাকায় দুটি বাড়ি ভাঙে হাতিটি। একজন জখম হয় সেই ঘটনায়।এরপর হাতিটি চলে আসে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের পিছনে। সেখান থেকে ফের গোশালা মোড়ের কাছে যায় সেটি। এরপর করলা নদীর ধার দিয়ে চলে আসে রাজবাড়ির নীচমাঠ এলাকায়। সেখানে একটি বাড়ি ভাঙে হাতিটি। পরিবেশকর্মী অঙ্কুর দাস বলেন, রাত সাড়ে বারোটা নাগাদ হাতিটি জলপাইগুড়ি রাজবাড়ির গ্যারেজের পিছনে চলে আসে। এরপর আর ঝুঁকি না নিয়ে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছোড়েন হাতিটিকে লক্ষ্য করে। দুটি গুলি করা হয়। গুলি করতেই হাতিটি কিছুক্ষণের মধ্যে বশে এসে যায়। তখন হাইড্রোলিক জেসিবি দিয়ে হাতিটিকে উদ্ধার করে গোরুমারায় নিয়ে যাওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)