• অফিস টাইমে তপসিয়ায় উল্টে গেল সরকারি বাস, জখম ১০
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই শহরে দুর্ঘটনার কবলে পড়ল সরকারি বাস। জখম কমপক্ষে ১০ জন যাত্রী। পুলিশ সূত্রে খবর, আজ, মঙ্গলবার সকালে তপসিয়া মোড়ের কাছে আচমকাই একটি সরকারি বাসের সামনের দুটি চাকা ফেটে যায়। যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। সূত্রের খবর, বাসটিতে তখন বহু যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জন জখম হয়েছেন।স্থানীয়রা ওই বাসের জানলার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বাসটিকে ক্রেনের সাহায্যে তোলা হয়। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি বাসটি হাওড়া-বারুইপুর রুটের। এই দুর্ঘটনার জেরে তপসিয়া মোড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।   
  • Link to this news (বর্তমান)