• তপসিয়ায় উল্টে গেল বাস, আহত বহু
    দৈনিক স্টেটসম্যান | ১৩ জানুয়ারি ২০২৬
  • বাসের মধ্যে আটকে পড়েন অনেকে। আটকে পড়েন কন্ডাকটরও। বাসের পেছনের কাচ ভেঙে যাত্রীদের বের করে আনা হয়। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত।  চলছে উদ্ধারকাজ। উদ্ধার করা যাত্রীদের  চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    এই দুর্ঘটনার জেরে প্রবল যানজট সৃষ্টি হয়। তপসিয়া হয়ে ইএমবাইপাসের দিকে যাওয়ার রাস্তায় বাস চলাচল বন্ধ রাখতে হয়। বাসটি সরানোর চেষ্টা করা হচ্ছে, যাতে যান চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)