নিছকই বইমেলা নয়! অনেকের কাছেই ঘরে ফেরাও। বইমেলা উপলক্ষে যেমন এ শীতে কলকাতায় ফিরবেন অমিতাভ ঘোষ বা কিরণ দেশাই। আগামী ২৪-২৫ জানুয়ারি বইমেলার মাঠে কলকাতা সাহিত্য উৎসব অমিতাভ এবং কিরণকে পাবে। কিরণের মা সাহিত্যিক অনিতা দেশাই বাঙালি বাবার মেয়ে। সেই অর্থে বুকারজয়ী সাহিত্যিক কিরণ এ বার বইমেলা উপলক্ষে শিকড়ের কাছে ফিরছেন। অমিতাভর এখনও দক্ষিণ কলকাতায় বাড়ি রয়েছে।
সল্টলেকের বইমেলার সঙ্গে একই সময়ে আলিপুর জেল মিউজ়িয়মে শহরের বইপ্রেমীদের আর এক বচ্ছরকার পার্বণ কলকাতা লিটারারি মিটও (কেএলএম) বসছে ২২-২৬ জানুয়ারি। অনাগত কিন্তু ভীষণ চেনা এক কালপর্ব নিয়ে অমিতাভর নতুন লেখা ডিসটোপিয়ান উপন্যাস ‘গোস্ট-আই’ মেলে ধরা হবে কেএলএমে। বুকারের জন্য বাছাই উপন্যাসগুলির অন্যতম, ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’ নিয়ে কেএলএমে বলবেন কিরণ। অমিতাভই বইমেলার কলকাতা সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর এক কলকাতা কন্যা ঝুম্পা লাহিড়ীও দীর্ঘ এক যুগ বাদে কেএলএমে থাকবেন।
এ শীতে শহরের অতিথি সাহিত্যিকদের মধ্যে সর্বাগ্রগণ্যদের দলে থাকবেন বুকার আন্তর্জাতিক পুরস্কারজয়ী বানু মুশতাকও। ২২ জানুয়ারি বইমেলার উদ্বোধনী দিনে বিকেলে বানু থাকবেন কেএলএম-এ, আলিপুর জেল মিউজ়িয়মের মাঠে। ২৩ জানুয়ারিও সেখানে দুপুরে তাঁর পুরস্কারজয়ী ছোট গল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ নিয়ে আলোচনা করবেন।
বইমেলার মাঠে সাহিত্য উৎসবের দায়িত্বে এ বার রয়েছেন কেএলএম-এর প্রধান আয়োজক মালবিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘কলকাতা সাহিত্য উৎসবে এ বার নানা ভাবে বিশ্বসাহিত্যে বাংলার অবদান মেলে ধরা হবে। বাদল সরকার, ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী, গুরু দত্তের শতবর্ষের উদ্যাপন ঘটবে।’’ মহাশ্বেতা দেবী, সলিল চৌধুরী, ভূপেন হাজরিকার শতবর্ষেরও ছায়া পড়বে বইমেলার মাঠে। আর কলকাতা সাহিত্য উৎসবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অরুণাভ সিংহ, দেবদত্ত পট্টনায়ক প্রমুখও থাকবেন। উৎসবে ২৫ জানুয়ারি উত্তমকুমার শতবর্ষ স্মরণে হবে সঙ্গীতানুষ্ঠান। ২৪ জানুয়ারিও সাহিত্য উৎসব উপলক্ষে বইমেলায় নিশাত খানের সেতার শোনা যাবে।
২২ জানুয়ারি শুরু হচ্ছে বইমেলা। আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সুধাংশুশেখর দে জানান, ন’টির মধ্যে দু’টি তোরণে থিম দেশ আর্জেন্টিনার স্থাপত্য থাকবে। প্রফুল্ল রায়, প্রতুল মুখোপাধ্যায়ের নামে দু’টি তোরণ থাকবে। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫ বছরে একটি তোরণ থাকবে। প্রয়াত কবি রাহুল পুরকায়স্থের নামে লিটল ম্যাগাজ়িন মণ্ডপ এবং শিল্পী ময়ূখ চৌধুরীর নামে হবে বইমেলার শিশু মণ্ডপ।