দিল্লির আকাশপথে কোনও ফ্লাইট যাতায়াত করবে না। দিল্লি বিমানবন্দর ৬ দিনের জন্য নির্দিষ্ট ২ ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকবে। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত প্রোটোকলের কারণে সরকার মঙ্গলবার NOTAM (Notice to Airmen) জারি করেছে। ২১ জানুয়ারি-২৬ জানুয়ারি, সকাল ১০টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত দিল্লির এয়ারস্পেস বন্ধ রাখা হবে। এই ২ ঘণ্টা ২৫ মিনিট দিল্লির আকাশপথে কোনও ফ্লাইট দেখা যাবে না।
তবে এই ২ ঘণ্টা ২৫ মিনিটের প্রভাব যে পরিষেবার ক্ষেত্রে গুরুতর হবে, তা বলার অপেক্ষা রাখে না। এর জেরে বহু ফ্লাইট দেরিতে চলবে, বাতিলও হতে পারে একাধিক উড়ান। এয়ারলাইন্স সংস্থাগুলিকে আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কর্তব্যপথে ২৬ জানুয়ারির কুচকাওয়াজ দেখতে মুখিয়ে থাকে গোটা দেশ। অসাধারণ সেই আয়োজন। রঙিন ট্যাবলো, প্যারেড, সেনার কমান্ড, এয়ারক্রাফ্টের অংশগ্রহণ— সব মিলিয়ে দারুণ সে দৃশ্য। এই NOTAM জারি হয়েছে, সেই কুচকাওয়াজের মহড়া-সহ অন্যান্য আয়োজনের জন্যই।
তবে এই NOTAM-এর কারণে কমবেশি ৬০০টি ফ্লাইটে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে এভিয়েশন অ্যানালিটিক্স Cirium। কারণ, এই সময়টা দিল্লির ব্যস্ততম সময়। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লাইট তো আসেই, পৃথিবীর প্রায় সমস্ত দেশ থেকেই দিল্লিতে ফ্লাইট রয়েছে। তা-ও ব্যাহত হবে।
আট দিন আগে NOTAM জারি করা হয়েছে, যাতে যাত্রীরা অবগত থাকতে পারেন। একই সঙ্গে আগাম ব্যবস্থা নিতে পারে এয়ারলাইন্সগুলিও।