• চম্পাহাটির বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, এখনও খোঁজ নেই বাড়ির মালিকের
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৬
  • চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে দুই। এখনও খোঁজ নেই কারখানা মালিকের। ১০ জানুয়ারি, চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রবিবার মৃত্যু হয় গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। সোমবার রাতে মৃত্যু হয় বিশ্বজিৎ মণ্ডল নামে আরও একজনের। এই ঘটনায় আহত বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এ দিকে বিস্ফোরণের ঘটনার পরে দু’দিন কেটে গেলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার লোকজনও সংবাদমাধ্যমে মুখ খুলতে চাইছেন না। বহু বাড়িতেই দরজায় কড়া নাড়লে বেরিয়ে আসছেন মহিলারা। বলছেন, ‘বাড়িতে পুরুষ কেউ নেই।’

    বারুইপুর থানার পুলিশ এলাকায় নজরদারি চালাচ্ছে। এই ঘটনায় বাজি কারখানার মালিক বিধান নস্করের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

    দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল। সেখানেই শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণ হয়। জখম হন চার জন। গৌরহরির শরীরে প্রায় ১০০ শতাংশ বার্ন ইনজুরি ছিল। বিশ্বজিৎ মণ্ডলের অবস্থাও ছিল আশঙ্কাজনক। এখনও হাসপাতালে রয়েছেন কিসান অধিকারী ও রাহুল পুই। তাঁদের অবস্থারও বিশেষ উন্নতি হয়নি।

  • Link to this news (এই সময়)