• জার্মানিতে ভারতীয়দের জন্য ভিসা-ফ্রি ট্রানজ়িটের ঘোষণা, এর সুবিধা কী জানেন?
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৬
  • নিরাপত্তা থেকে প্রযুক্তি ক্ষেত্রে একগুচ্ছ মউ সাক্ষরের পর আরও দৃঢ় ভারত-জার্মানির সম্পর্ক। জার্মান চান্সেলার ফ্রেডরিখ মার্জের ঘোষণা অনুযায়ী এ বার থেকে বার্লিন, মিউনিখ-সহ জার্মানির যে কোনও এয়ারপোর্টে নামলে ভারতীয়দের আর কোনও ট্রানজ়িট ভিসার প্রয়োজন হবে না। এর ফলে আন্তর্জাতিক ট্রিপে জার্মানিতে লে-ওভার থাকলে বিশেষ সুবিধা পাবেন ভারতীয়রা।

    সোমবার ভারতে এসেছেন জার্মান চান্সেলার ফ্রেডরিখ মার্জ। তার সঙ্গেই প্রায় ১৯টি বিষয়ে মউ স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই ভারতীয়দের জন্য জার্মানিতে কোনও ট্রানজ়িট ভিসা লাগবে না বলে ঘোষণা করেন জার্মান চান্সেলার। এই ঘোষণায় ভারতীয়দের তরফে মার্জকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    ট্রানজ়িট ভিসা হলো একটি স্বল্পমেয়াদি পারমিট। আন্তর্জাতিক ভ্রমণের সময়ে চূড়ান্ত গন্তব্যে পৌঁছনোর আগে কোনও দেশে বিমান পরিবর্তন বা লে-ওভারে-এর জন্য যদি থামতে হয়, তা হলে তার জন্য দরকার পরে বিশেষ অনুমতির। তাকেই বলে ট্রানজ়িট ভিসা। সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার বেশি এই ভিসার মেয়াদ থাকে না। এই ভিসা পেতে পাসপোর্টের সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণের প্রমাণপত্র ও বিস্তারিত নথি দেখাতে হয়। সাধারণত বিমান থেকে নেমে কোনও এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে হলে বা ডিউটি-ফ্রি স্টোরে শপিং করতে হলেও প্রয়োজন পড়ে এই ট্রানজ়িট ভিসার।

    এই পদক্ষেপের ফলে, এ বার আন্তর্জাতিক সফরে বার্লিন-সহ জার্মানির যে কোনও বিমানবন্দরে থামলে ভারতীয়দের আর ট্রানজ়িট ভিসার জন্য আবেদন করতে হবে না। অর্থাৎ কোনও অনুমতিপত্র ছাড়াই এয়ারপোর্টের নির্দিষ্ট অঞ্চলের মধ্যে চলাফেরা করতে পারবেন ভারতীয়রা। কিন্তু জার্মানিতে থাকতে গেলে অথবা এয়ারপোর্টের নির্দিষ্ট অঞ্চলের বাইরে বের হতে গেলে প্রয়োজন পড়বে ভিসার। সে ক্ষেত্রে ট্রানজ়িট ভিসা ফ্রি-এর এই সুবিধা কাজে লাগবে না।

  • Link to this news (এই সময়)