• ২ নিপা আক্রান্তের সংস্পর্শে ১২০ জন, পাঠানো হলো কোয়ারান্টিনে
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৬
  • নিপা আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে কারা এসেছিলেন, তার কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়েছিল সোমবারই। মঙ্গলবারের মধ্যেই সামনে এল ১২০ জনের তথ্য। সূত্রের খবর, কাটোয়ার বাড়ি, নদিয়ার বাড়ি, কাটোয়া মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও বারাসতের বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ১২০ জনের সংস্পর্শে এসেছিলেন ওই দুই নার্স। ওই ১২০ জনকে ৩ সপ্তাহের জন্য কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। নিপার আরটি-পিসিআর টেস্টের জন্য নেওয়া হয়েছে সুষুম্নারস, রক্ত, মূত্র ও গলার সোয়াব নমুনা। আরও কারা ওই দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তারও খোঁজ করা হচ্ছে।

    এর মধ্যেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একজন আক্রান্ত নার্সের বাড়ি। সেই বাড়িটি সিল করা হয়েছে। লাগোয়া এলাকা স্যানিটাইজ় করা হয়েছে। ওই নার্স অসুস্থ হওয়ার পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক, নার্স তাঁর দেখভাল করেছিলেন তাঁদেরও কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছেন ৪ জন নার্স, ২ জন ডাক্তার এবং একজন অ্যাম্বুল্যান্স চালক। তাঁদের স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে।

    বাংলায় নিপার হানা নিয়ে ভারত সরকারের ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িস কন্ট্রোলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম গঠন করা হয়েছে। নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই টিম। কল্যাণী ও ভুবনেশ্বর AIIMS, পুনে NIV-এর চিকিৎসক-সহ মোট পাঁচ জন বিশেষজ্ঞ রয়েছেন এই টিমে। নিপা ভাইরাস সংক্রমণের ঘটনাটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনেও কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

  • Link to this news (এই সময়)