• নিপা ভাইরাসের আতঙ্কে থরথর করে কাঁপছে বাংলা
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। ইতিমধ্যেই দু'জন নার্সের শরীরে এই ভাইরাস-এর উপস্থিতি খুঁজে পাওয়া গিয়েছে। দু'জনেই চিকিৎসাধীন। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী ইতিমধ্যেই কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে প্রস্তুত করা হয়েছে নিপা'র চিকিৎসায় বিশেষ ওয়ার্ড। যেখানে এই রোগে আক্রান্তের জন্য সাধারণ ও বিশেষ শয্যা তৈরি করা হয়েছে। 

    এবিষয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য ও তৃণমূল কংগ্রেস কাউন্সিলর স্বপন সমাদ্দার বলেন, "মঙ্গলবার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক ছিল। সেখানে অধ্যক্ষ, সুপার ও অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিপা ভাইরাস মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড তৈরি করার। যেখানে থাকছে ১০টি এমার্জেন্সি শয্যা, সিসিউ'র জন্য দুটি শয্যা এবং ৬৮টি সাধারণ শয্যা। চিকিৎসকদের এর আগে করোনা মোকাবিলা করার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা এই রোগের মোকাবিলায় তাঁরা কাজে লাগাতে পারবেন। আমরা সকলকে অনুরোধ করছি যেন কেউ আতঙ্কিত না হন।" কলকাতায় একটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, সন্দেহ হলেই রোগীকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 

    বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ ডা. মৌসুমি ব্যানার্জি জানিয়েছেন তার হাসপাতালে নিপা সন্দেহে দুজনের চিকিৎসা চলছে।  

    ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নার্সের বাড়ি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাড়িতে যাতে কেউ যাতায়াত না করতে পারেন সেইজন্য এই সিদ্ধান্ত বলে স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানায়। সংক্রমণ রুখতে মঙ্গলবার সকালে স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় পঞ্চায়েতের তরফে ওই বাড়ি ও তার চারিদিক জীবাণুমুক্ত করা হয়।‌ ঘটনা সামনে আসতে ওই নার্সের প্রতিবেশীরা জানান, কিছুটা হলেও ভয় করছে।‌ এর পাশাপাশি আক্রান্ত নার্সের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। 

    জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জয়রাম হেমব্রম জানিয়েছেন,  রোগীর কাছাকাছি আসার জন্য ৪৮ জন ব্যক্তিকে চিহ্নিত করে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। 
  • Link to this news (আজকাল)