• কোচবিহারেও 'মৃত'দের র‍্যাম্পে তুললেন অভিষেক, বলছেন, '... দিল্লি পর্যন্ত নিয়ে যাব'
    আজ তক | ১৩ জানুয়ারি ২০২৬
  • কোচবিহারে ফের নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে এসে তৃণমূলের ‘রণসংকল্প সভা’ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বারুইপুরের পর এ দিন কোচবিহারেও একই কৌশল নিলেন অভিষেক, খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো ১০ জন জীবিত মানুষকে মঞ্চে তুলে ধরলেন তিনি।

    সভামঞ্চে বিশেষভাবে তৈরি র‌্যাম্প দিয়ে হাঁটতে হাঁটতে কর্মী-সমর্থকদের অভিবাদন জানান অভিষেক। তার পরই একে একে মঞ্চে ডেকে নেন সেই ১০ জন বাসিন্দাকে, যাঁদের নাম নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে। মঞ্চে দাঁড় করিয়ে তিনি প্রশ্ন তোলেন, 'যাঁরা জীবিত, তাঁদের কীভাবে মৃত ঘোষণা করা হল? এটাই কি গণতন্ত্র?'

    অভিষেকের অভিযোগ, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দিচ্ছে। তাঁর কটাক্ষ, 'বিজেপির দালাল নির্বাচন কমিশন আপনাদের মৃত বানিয়ে দিচ্ছে, যাতে বিজেপিকে যত বেশি জেতানো যায়। আর বিজেপি যত জিতবে, আপনারা তত বেশি অধিকার থেকে বঞ্চিত হবেন।'

    সভা থেকে স্পষ্ট বার্তা দিয়ে অভিষেক বলেন, 'আমি কথা দিচ্ছি, দিল্লিতে তৃণমূল কংগ্রেস যাবে। বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাব।' তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার, সামাজিক সুরক্ষা এবং সাংবিধানিক অধিকার বিপন্ন হবে।

    কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তাঁর দাবি, কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে এবং তারা বিজেপির এজেন্ডা কার্যকর করতে মাঠে নেমেছে। 'এটা শুধু ভোটার তালিকার ভুল নয়, এটা পরিকল্পিত ষড়যন্ত্র,' বলেন তিনি।

    কোচবিহারের সভা থেকে অভিষেক দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, প্রতিটি বুথে নজরদারি বাড়াতে হবে। মানুষের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। 

     
  • Link to this news (আজ তক)