• বইমেলায় যাতায়াতে বড় সুবিধা, ১ ও ২ নম্বর গেট থেকেই মিলবে মেট্রোর টিকিট
    আজ তক | ১৩ জানুয়ারি ২০২৬
  • বইপ্রেমীদের জন্য নিঃসন্দেহে সুখবর। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কেন্দ্র করে যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। এবার সল্টলেক সেন্ট্রাল পার্কে বইমেলার ১ ও ২ নম্বর গেটেই মিলবে মেট্রোর টিকিট। মেলার গেটে বসানো হবে বিশেষ মেট্রো টিকিট বুথ, যেখানে ইউপিআই-এর মাধ্যমে সরাসরি টিকিট কাটা যাবে।

    সোমবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, হাওড়া-শিয়ালদহ মেট্রো লাইন চালু হওয়ার ফলে শহর ও শহরতলি-দু’দিক থেকেই এবার বইমেলায় পৌঁছনো অনেকটাই সহজ হবে। স্বাভাবিকভাবেই দর্শনার্থীর ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশেষ পরিষেবার অনুরোধ জানানো হয়েছিল।

    গিল্ডের সেই অনুরোধে সাড়া দিয়ে কলকাতা মেট্রো বইমেলার সময় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, ছুটির দিনেও মিলবে এই বিশেষ পরিষেবা। বইমেলাপ্রেমীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর, মেট্রো চলবে রাত ১০টা পর্যন্ত, ফলে নির্ভারেই বই কেনা ও মেলার আনন্দ উপভোগ করা যাবে।

    উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এ বছর মেলা ৪৯ বছরে পা দিচ্ছে এবং এতে অংশ নিচ্ছে মোট ২০টি দেশ। তবে গত বছরের মতো এবারও বাংলাদেশের কোনও স্টল থাকছে না।

    সাংবাদিক বৈঠকে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সহ-সভাপতি অশোকনারায়ণ বর্মন, যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ রাজু বর্মন, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের কিউরেটর মালবিকা বন্দ্যোপাধ্যায়সহ গিল্ডের একাধিক সদস্য ও সাহিত্যজগতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

    সব মিলিয়ে বলা যায়, এবারের বইমেলায় যাতায়াত নিয়ে আর কোনও চিন্তা নেই। মেট্রোর বিশেষ পরিষেবা ও গেটের সামনেই টিকিটের ব্যবস্থা বইপ্রেমীদের জন্য বাড়তি পাওনা। বইয়ের টানে সেন্ট্রাল পার্কে পৌঁছতে এবার মেট্রোই যে হবে সবচেয়ে সহজ ও পছন্দের মাধ্যম, তা বলাই যায়। মেট্রোর সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য মিলবে কলকাতা মেট্রোর অফিসিয়াল অ্যাপে।

     
  • Link to this news (আজ তক)