• পথ কুকুরের কামড়ে মৃত্যু হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে রাজ্যগুলিকে, সতর্ক করল সুপ্রিম কোর্ট
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ১৩ জানুয়ারি: পথ কুকুর সংক্রান্ত মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট। আজ, মঙ্গলবারের শুনানিতে তা স্পষ্ট। এদিন দেশের শীর্ষ আদালত কেন্দ্র ও সব রাজ্যকে সতর্ক করে দিয়েছে যে পথ কুকুর কাউকে কামড়ালে কিংবা কামড়ের জেরে কোনও শিশু বা বয়স্কদের মৃত্যু হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব রাজ্যের কাঁধেই পড়বে। কারণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘রাজ্য পথ কুকুর সংক্রান্ত মামলায় কোনও কাজই করছে না।’ সঙ্গে কুকুরপ্রেমীদের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, গোটা বিষয়টি নিয়ে তাদেরও সতর্ক থাকতে হবে। এই বিষয়ে আদালত বলে, দায়িত্ব আপনাদেরও, পথ কুকুরদের নিজেদের বাড়িতে নিয়ে যান। রেখে দিন যত্ন করে। কেন তারা বাইরে ঘুরে বেড়াবে, রাস্তা নোংরা করবে, সাধারণ মানুষকে কামড়াবে, তাড়া করবে? কুকুর কামড়ালে তার ক্ষত সারাজীবন থাকে। আজ, মঙ্গলবার পথ কুকুর সংক্রান্ত জনস্বার্থ মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি আঞ্জারিয়া, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি বিক্রম নাথের তিন সদস্যের বেঞ্চে। সুপ্রিম কোর্টের তরফে এদিন এও স্পষ্ট করা হয়, ‘আমাদের গোটা বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে একদিন কথা বলা প্রয়োজন। দেখতে হবে তাদের কোনও পরিকল্পনা কিংবা চিন্তাভাবনা আছে কিনা। আমরা শুধু আইনত কোনও নীতি নেওয়া থাকলে, তার বাস্তবায়ন চাইছি। এটা আমাদের করতে দিন।’ এদিন এই মামলার শুনানি চলাকালীন এক আইনজীবীর উপর বেজায় চটে যায় আদালত। ওই আইনজীবী বলেন, ‘পথ কুকুরদের বিষয়টি আবেগের।’ তখনই পাল্টা বিচারপতিরা বলেন, ‘শুধুমাত্র কুকুরদের জন্যই আবেগ।’
  • Link to this news (বর্তমান)