• কুলটির কয়লা খনিতে মাটি ধসে মৃত্যু ৩ জনের
    দৈনিক স্টেটসম্যান | ১৩ জানুয়ারি ২০২৬
  • পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বড়িরায় বিসিসিএলের একটি খোলামুখ বা ওপেন কাস্ট কয়লাখনি রয়েছে। সেখান থেকে অবৈধভাবে কয়লা তোলা হয় বলে অভিযোগ করা হয়েছে। সেসময়ই এই দুর্ঘটনা ঘটে। হুড়মুড় করে উপর থেকে মাটি ধসে যায়। কমপক্ষে ছ’জন ভিতরে মাটি চাপা পড়ে যায় বলে মনে করা হচ্ছে। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

    মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। কয়েকজন জখমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। খনির ভিতরে আটকে থাকা লোকজনদের উদ্ধারের জন্য মাটি কাটার মেশিন নামানো হয়েছে। ঘটনার খবর পেয়েই ওই অঞ্চলে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী ও সিআইএসএফ মোতায়েন করা হয়। এই ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই কয়লাখনিতে এর আগেও একাধিকবার মাটি ধসে মৃত্যু ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তারপরও কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)