ভোটারদের হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ পূর্ব বর্ধমানের ভাতারে। ভাতার বাজারে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করা হয় মঙ্গলবার। অভিযোগ, SIR-এর শুনানির নামে আসলে হয়রানি চলছে। তাঁদের দাবি, ভাতার ব্লকের এমন বহু ভোটারকে ডাকা হচ্ছে, যাঁদের আগের ভোটার তালিকায় নাম রয়েছে। ফর্মও ফিলআপ করেছেন নির্ভুল। তারই প্রতিবাদে এ দিন ভাতারের BDO অফিসের সামনে বিক্ষোভ দেখান।
সূত্রের খবর, নাম ভুল সংক্রান্ত বিষয়-সহ একাধিক কারণে শুনানির নোটিস পৌঁছচ্ছে ভাতার ব্লকের বহু প্রকৃত ভোটারের বাড়িতে। প্রতিবাদে ভাতার BDO অফিসের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বহু গ্রামবাসী। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক।
অবরোধকারীদের দাবি, SIR-এর নামে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। ২০০২-এর ভোটার তালিকায় নাম থাকার পরেও বহু প্রকৃত ভোটারের বাড়িতে নাম ভুল, বাবার নাম ভুল-সহ একাধিক বিষয় উল্লেখ করে হিয়ারিং নোটিস আসছে।
বিক্ষোভ চলাকালীন ভাতারের BDO অফিসের কন্যাশ্রী বিভাগের কর্মী উজ্জ্বল সামন্ত-কে মারধরের ভিডিয়ো প্রকাশ্যে আসে।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাতার বিডিও অফিস চত্বরেও।ভাতার থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।শেষে ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
BDO দেবজিৎ দত্ত জানান, সিস্টেম অনুযায়ী এই নোটিস পাঠাতে হচ্ছে। BDO-রা নিজেদের ইচ্ছায় নোটিস পাঠাচ্ছেন, তেমনটা নয়। আর পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বাইরে যাঁরা থাকেন, পরিবারের কেউ নথি নিয়ে এলেই হবে, যেমনটা নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে।