• লেভেল ক্রসিংয়ে গাড়ির ধাক্কা, ওভারহেড তার ছিঁড়ে ব্যাহত বজবজ–শিয়ালদা শাখার ট্রেন চলাচল, ভোগান্তি
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • ইলেকট্রিকের তার ছিঁড়ে ব্যাহত ট্রেন চলাচল। মঙ্গলবার রাতে বজবজ-শিয়ালদহ শাখার আকড়া স্টেশনের ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিরাপত্তার কারণে এই শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আপতত ওভারহেড তার মেরামতির কাজ শুরু করেছে রেল।

    স্থানীয় বাসিন্দা ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ৯.৫ মিনিটের ট্রেন ঢোকার ঠিক আগে লেভেল ক্রসিং নামানো হচ্ছিল। সেই সময়ে আচমকাই একটি মালবাহী ছোট ট্রাক এসে ধাক্কা মারে। রেলগেট ভেঙে যায়। সঙ্গে ছিঁড়ে যায় ওভারহেড তার। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই লাইনে গার্ড দিয়ে দাঁড়িয়ে পড়েন। যাতে কেউ পারাপার করতে না পারেন।

    ঘটনার পরেই বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এ দিকে দীর্ঘক্ষণ ট্রেন না পেয়ে স্টেশন চত্বরে ভিড় করতে থাকেন যাত্রীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

    দুর্ঘটনার খবর পাওয়ার মাত্র ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। কিছুক্ষণের মধ্যে হাজির হয় মহেশতলা থানার পুলিশও। যাত্রীদের ঘটনার কথা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। আপাতত ওভারহেড তার মেরামতির কাজ শুরু হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)