• বিজেপির স্বার্থে ব্ল্যাক ম্যাজিক করছে কমিশন, তোপ মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর নিয়ে ফের একবার নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘৫৪ লক্ষ নাম একতরফা নাম বাদ দেওয়া হল। বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে। বিজেপির স্বার্থে ও নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করছে। এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। দিল্লিতে বসে বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত। কাদের নাম বাদ গেল সেই বিষয়ে তথ্য গোপন করেছে কমিশন। কমিশনের ভুলেই মিস ম্যাচ হয়েছে। এআই দিয়ে ভোটারদের নাম বাদ দিয়েছে কমিশন। বিজেপির স্বার্থে ব্ল্যাক ম্যাজিক করছে কমিশন। মহারাষ্ট্রে-হরিয়ানাতেও এইভাবে কারচুপি করেছে বিজেপি।’  মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মাইক্রো অবজার্ভার বিজেপির দলদাস। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে, শুনানিতে ডাকার পরে লগিং করার সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএমরা নাম তুলতে পারেননি। ভোটার ঠিক করে, নির্বাচিত সরকারও ঠিক করে দিচ্ছে কমিশন। ৮৪ জন মারা গিয়েছে। ৪ জন আত্মহত্যা করতে গিয়েছিল। ১৭ জনের স্ট্রোক হয়েছে। এত মৃত্যুর দায় কমিশন-বিজেপিকে নিতে হবে। যে ৫৪ লক্ষের নাম বাদ দিয়েছে, বলছে ইআরও বাদ দিয়েছে। অথচ ইআরও জানে না। ইআরও-কমিটির তরফে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। যাদের নাম প্রথম পর্যায়ে ডিলিট করা হয়েছে তাদের ফর্ম ৬ ও ৭ ফিলাপের অধিকার আছে। যে ৫৪ লক্ষের নাম বাদ গিয়েছে তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি।’  
  • Link to this news (বর্তমান)