• রান্নার গ্যাস দিতে ফোনই ধরিয়ে দিল কোটি টাকার প্রতারককে
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • এই সময়, হলদিয়া: কয়েক টাকা কোটি প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক যুবককে গ্রেপ্তার করল সুতাহাটা থানার পুলিশ। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পরে পুলিশ মঙ্গলবার ধৃতকে হলদিয়া আদালতে তোলে। অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জেলার একাধিক থানায় ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃত অনুপ দাসীর বাড়ি নন্দীগ্রাম থানার রেয়াপাড়ায়। কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপ একটি অর্থ লগ্নি সংস্থা খুলেছিলেন। সেখানে কম দিনে বেশি টাকা সুদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছিলেন। প্রথম প্রথম বিনিয়োগকারীদের টাকা শেয়ারবাজারে খাটিয়ে সুদ হিসেবে ফেরতও দিয়েছিলেন অনুপ। এতে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছিল তাঁর উপরে। চণ্ডীপুর, কাঁথি, এগরা, মহিষাদল, হাওড়ার বাগনান, শ্যামপুর এবং উত্তর ২৪ পরগনার নৈহাটিতে নিজের অর্থলগ্নি সংস্থার শাখা খুলে বিনিয়োগের ব্যবসা ফেঁদে বসেছিলেন তিনি। কয়েক মাস নির্দিষ্ট হারে সুদ দিলেও ধীরে ধীরে তা বন্ধ করে দেন।

    প্রায় এক বছর অপেক্ষা করার পরে সুদ না পাওয়ায় অনুপের নামে একাধিক থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন আমানতকারীরা। অভিযোগ, টাকা না পেয়ে ক্ষোভে অনুপের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালান আমানতকারীরা। পুলিশ জানিয়েছে, কুকড়াহাটির বাসিন্দা সুরজিৎ মাইতি গত ২ ডিসেম্বর সুতাহাটা থানায় অনুপ দাসী-সহ ৫ জনের বিরুদ্ধে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ জানতে পারে, একাধিক জেলায় বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে বসেছিলেন অনুপ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। শেষ দু'মাস কোনও মোবাইল ফোনও ব্যবহার করতেন না তিনি। আইনজীবী সূত্রে খবর ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অনুপের।

    একাধিক সিম কার্ড ব্যবহার করতেন তিনি। আমানতকারীরা তাঁর খোঁজ করছেন আঁচ করেই রাজ্য ছেড়েছিলেন তিনি। প্রথমে বাসে ওডিশার ভুবনেশ্বরে পৌঁছন। সেখান থেকে বাসে বেঙ্গালুরু। সেখানে হেবাগোডি এলাকায় একটি ভাড়া বাড়িতে ছিলেন। সুতাহাটা পুলিশের একটি দল তাঁর সন্ধানে বেঙ্গালুরু পৌঁছলেও প্রথমে হদিশ পায়নি। গত ডিসেম্বরে অনুপ একজনকে ফোন করে রান্নার গ্যাস দেওয়ার কথা বলেছিলেন। সেই ফোনের লোকেশন ট্র্যাক করে ৯ জানুয়ারি বেঙ্গালুরুর ভাড়া বাড়ি থেকে অনুপকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)