সংসদের কাজে এআই ব্যবহারে জোর স্পিকারের, কর্মী সংকোচনের আশঙ্কা
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের কাজকর্মে এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। তার জন্য কর্মী সংকোচন করতে হলেও কিছু করার নেই। সোমবার এমনটাই জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি নিজেই বলেছেন, গত ছ’বছর লোকসভা সচিবালয়ে কোনও স্থায়ী কর্মী নিয়োগ হয়নি। চূক্তিভিত্তিক অস্থায়ী কর্মী দিয়েই কাজ চলছে। ভবিষ্যতেও হবে। তাঁর মন্তব্য, সঠিক কাজ হচ্ছে কিনা সেটাই আসল কথা। মানুষ করল, নাকি মেশিন, তা উল্লেখযোগ্য নয়। ফলে আগামীদিনে যে সংসদে আরও কর্মী সংকোচন হতে চলেছে, তা বলাই বাহুল্য।
আগামী ১৪-১৬ জানুয়ারি দিল্লিতে বসছে ২৮ তম কনফারেন্স অব স্পিকারস অ্যান্ড প্রিসাইডিং অফিসারস অব দ্য কমনওয়েলথ (সিএসপিওসি)। ভারতে যা হচ্ছে চতুর্থবার। গত ২০১০ সালে হয়েছিল শেষবার। ১৬ বছর বাদে এই বিশেষ সম্মেলনে একদিকে যেমন গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা হবে, একইসঙ্গে থাকবে এআই। এব্যাপারে সাংবাদিক সম্মেলনে ওম বিড়লা জানান, ১৫ তারিখ সংবিধান সদনের (পুরনো সংসদ ভবন) ঐতিহাসিক সেন্ট্রাল হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের ৫৯ টি দেশ এই সম্মেলনে যোগ দেবেন। তবে পাকিস্তান আসছে না বলেই জানা গিয়েছে। আগত অতিথিদের দিল্লির লালকেল্লায় আলো-ধ্বনির বিশেষ শো দেখানো হবে। একদিনের সফরে নিয়ে যাওয়া হবে পিঙ্ক সিটি জয়পুরে।
এক প্রশ্নের উত্তরে ওম বিড়লা জানান, সংসদে স্রেফ হিন্দি, ইংরেজি নয়। সংবিধান স্বীকৃত বাংলা সহ ২২ ভাষাতেই সাংসদরা যাতে বক্তব্য রাখতে পারেন, তার ওপর জোর দেওয়া হচ্ছে। সাংসদের বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তায় কতটা নিখুঁত করা যায়, তার পরীক্ষানিরীক্ষা চলছে। ধীরে ধীরে কাগজ-কলমহীন পার্লামেন্টে পরিণত করা হবে। সব কাজই হবে ডিজিটাল। সরকারের বিভিন্ন বিল যাতে সাংসদদের কাছে অগ্রিম পৌঁছয়, তা নিশ্চিত করতে সরকারের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন স্পিকার। -নিজস্ব চিত্র