• লড়কি বহিন যোজনা: অগ্রিম টাকা দেওয়া যাবে না, ফড়নবিশ সরকারকে কড়া নির্দেশ কমিশনের
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
  • মুম্বই: বিহারের পুনরাবৃত্তি হল না মহারাষ্ট্রে! বিধানসভা নির্বাচনের ঠিক আগে মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়া প্রকল্প চালু করে নীতীশ কুমার সরকার। বিরোধীদের সমালোচনা সত্ত্বেও সেই টাকা বিলি আটকায়নি নির্বাচন কমিশন। কিন্তু মহারাষ্ট্রে পুরসভা ভোটের আগে রাজ্য নির্বাচন কমিশন একেবারে উলটো পথে হাঁটল। রুখে দিল দেবেন্দ্র ফড়নবিশ সরকারের লড়কি বহিন যোজনায় অগ্রিম অর্থ দেওয়ার চেষ্টা। মারাঠ-ভূমে সরকারি এই প্রকল্পে দেড় হাজার টাকা করে সহায়তা পান মহিলারা। এবার মকর সংক্রান্তির আগে জানুয়ারির টাকা অগ্রিম দিতে চেয়েছিল ফড়নবিশ সরকার। সেই অগ্রিম অর্থ দেওয়ার সিদ্ধান্ত সরকারকে স্থগিত রাখতে বলেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি পুরসভার নির্বাচন। আর মকর সংক্রান্তি হল ভোটের ঠিক আগের দিন ১৪ জানুয়ারি। নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, আদর্শ আচরণ বিধি কার্যকর হয়েছে। তাই অগ্রিম অর্থ দিতে পারবে না রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। মুম্বইতে রাজ্য কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ন্ত বলেন, ‘মহিলাদের ভাবাবেগ নিয়ে খেলছে রাজ্য সরকার। দু’মাস ধরে কোনও অর্থ তারা দেয়নি। এখন ওরা ভোট কিনতে চাইছে। আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাজ্য নির্বাচন কমিশনের থেকে শিক্ষা নিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন।’ 

    বিতর্কের সূত্রপাত বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী গিরিশ মহাজনের একটি বক্তব্য। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গিরিশ নাকি একটি অনুষ্ঠানে দাবি করেন, ‘বিশেষ উপহার’ দিতে চলেছে দেবেন্দ্র ফড়নবিশ সরকার। মকর সংক্রান্তির আগেই লাড়কি বহিন যোজনায় মহিলারা ডিসেম্বরের বকেয়া টাকার পাশপাশি জানুয়ারির অগ্রিম হিসেবে মোট তিন হাজার টাকা করে পাবেন। এরপরেই মন্ত্রীর বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। বিরোধীদের বক্তব্য, ভোটারদের প্রভাবিত করতেই এই সিদ্ধান্ত। সেইমতো স্থানীয় কংগ্রেস নেতা তথা আইনজীবী সন্দেশ কোন্দভিলকর শনিবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে অর্থ বরাদ্দ বন্ধের নির্দেশিকা চেয়ে আবেদন করেন।

    সত্যিই দু’মাসের অর্থ একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে কি না, রবিবার মহারাষ্ট্রের মুখ্যসচিবের কাছে তা জানতে চেয়ে চিঠি দেয় কমিশন। সোমবার মুখ্য নির্বাচনি আধিকারিক দীনেশ ওয়াগমারে বলেন, ‘আমরা অগ্রিম অর্থ দেওয়ার অনুমতি দিচ্ছি না। বকেয়া অর্থই দেওয়া যাবে।’ পাশাপাশি কমিশন এও সাফ জানিয়েছে, আদর্শ নির্বাচনী বিধি জারি থাকা অবস্থায় লড়কি বহিন যোজনায় নতুন করে গ্রাহক যুক্ত করা যাবে না। 
  • Link to this news (বর্তমান)