• সরে যাচ্ছে মকর, সংক্রান্তি পালিত হবে মে-জুন মাসে!
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: আজ পৌষ সংক্রান্তি। পৌষ মাসের শেষদিন। এদিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গমন করে। শুরু হয় উত্তরায়ণ। তাই পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়। ভারতের বিভিন্ন প্রান্তে ১৪ জানুয়ারি এই উৎসব পালন করা হয়। তবে আগে এমনটা ছিল না। বিশ শতকের শুরুর দিকে এই দিনে মকর সংক্রান্তি পালিত হয়। তবে ভবিষ্যতে এমনটা নাও হতে পারে। অর্থাৎ মকর সংক্রান্তির দিনক্ষণ ফের পালটে যেতে পারে। বৈজ্ঞানিকরা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে মকর রাশির দিকে সূর্যের যাত্রা পিছিয়ে যায়। এই অবস্থায় পৌষ সংক্রান্তির দিনও পিছিয়ে যাবে। ফলে ভবিষ্যতে মে-জুন মাসেও পালিত হতে পারে এই উৎসব।  

    উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদিক্ষণ করে পৃথিবী। শীতকালীন অয়নান্তে পৃথিবীর অক্ষ সূর্য থেকে সবথেকে দূরবর্তী স্থানে হেলে থাকে। এরপরে থেকে ফের উত্তরের দিকে যেতে শুরু করে সূর্য। সঙ্গে সঙ্গে দিন বড়ো হতে থাকে। ২৮৫ খ্রিস্টাব্দে শীতকালীন অয়নান্ত, উত্তরায়ণ ও মকর সংক্রান্তি একদিনে পড়ত। তবে ধীরে ধীরে দিনক্ষণ বদলাতে শুরু করে। আসলে পৃথিবী ঘোরার সঙ্গে কাঁপতে থাকে। ঠিক যেন লাট্টু। এর জেরে পৃথিবীর অক্ষ কিছুটা হেলে যায়। ফলে মকরের মতো নক্ষত্র একটু একটু করে সরে যেতে থাকে। প্রতি ৭২ বছরে ১ ডিগ্রি সরে যায় অবস্থান। ইতিমধ্যে ১ হাজার ৭০০ বছর কেটে গিয়েছে। বর্তমানে ২৪ ডিগ্রি সরে গিয়েছে মকর। অর্থাৎ, ২৮৫ খ্রিস্টাব্দের তুলনায় ২৪ দিন পরে মকরে গমন করে সূর্য। এর ফলে শীতকালীন অয়নান্ত, উত্তরায়ণ ও সংক্রান্তির দিনও আলাদা হয়ে গিয়েছে। আজও ২১ ডিসেম্বর শীতকালীন অয়নান্ত হয়। তার ২৪ দিন পর মকরে গমন করে সূর্য। বর্তমানে তারিখটা ১৪ জানুয়ারি। তবে প্রতি বছর একটু একটু করে দূরে সরে যাচ্ছে মকর। এভাবে চলতে থাকলে কয়েক হাজার বছর পরে জুন বা জুলাই মাসে গরমের মধ্যে পিঠে-পুলি খেতে হবে। পালন করতে হবে মকর সংক্রান্তি। 
  • Link to this news (বর্তমান)