তামিল সুপারস্টার বিজয়ের পাশে কংগ্রেস, ‘জন নায়গন’ ছবির মুক্তি আটকানোর চেষ্টা করছে কেন্দ্র, অভিযোগ রাহুলের
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: তামিল সিনেমা ‘জন নায়গন’ মুক্তি-বিতর্কে এবার সুপারস্টার বিজয়ের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা এই ইস্যুতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককেও একহাত নিয়েছেন। তাঁর সাফ কথা, সিনেমাটির মুক্তি আটকানোর চেষ্টা করে তামিল সংস্কৃতির উপর আঘাত হেনেছে মন্ত্রক। শুধু তা-ই নয়, মঙ্গলবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন রাহুল—‘মিস্টার মোদি, তামিল জনগণের কণ্ঠরোধ করতে আপনি কখনওই সফল হবেন না।’ কারুর পদপিষ্ট মামলায় বারবার কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাচ্ছে তামিল সুপারস্টারকে। আগামী ১৯ জানুয়ারি ফের তাঁকে তলব করা হয়েছে। এর আগে বিজয়কে সমর্থন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। এবার রাহুল গান্ধীও পাশে দাঁড়ানোয় তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে।
গত ৯ জানুয়ারি থালাপতি বিজয়ের ‘জন নায়গন’ সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার দু’দিন আগে জানা যায়, সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাচ্ছে না। বিষয়টি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। গত শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের সেন্সর বোর্ডকে ‘ইউ/এ’ শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ডিভিশন বেঞ্চ সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। এর মধ্যেই খবর প্রকাশিত হয়, সিনেমাটি নিষিদ্ধ করার কথা ভাবছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তবে মন্ত্রকের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
অনেকেই বলছেন, রাজনৈতিক লাভের জন্যই ‘জন নয়াগন’ সিনেমা বানিয়েছেন বিজয়। সম্প্রতি টিভিকে নামে দল গড়েছেন তিনি। তামিলাড়ুতে আসন্ন বিধাসনভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবে তাঁর দল। সামাজিক ন্যায়, রাজনৈতিক স্বচ্ছ্বতা এবং সুশাসনের মতো ইস্যু নিয়ে তিনি প্রচার শুরু করেছেন। আর ‘জন নয়াগন’ বা ‘জনগনের নেতা’ সিনেমার বিষয়বস্তুও তেমনই। আর রাহুল গান্ধীর সঙ্গে বিজয়ের সুসম্পর্ক রয়েছে। দ্রাবিড়ভূমে টিভিকে-র সঙ্গে জোট গড়তে পারে কংগ্রেস। বিজয় সমর্থকদের মতে, এসব কারণেই ‘জন নায়গন’-এর মুক্তি আটকানোর চেষ্টা হচ্ছে।