লখনউ: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুগ্ধ যোগীরাজ্যের মন্ত্রী। ভোটমুখী পশ্চিমবঙ্গে ইডি হানা ঘিরে তৃণমূল ও বিজেপির সংঘাত নিয়ে বলতে গিয়ে মমতার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের পঞ্চায়েত মন্ত্রী ওম প্রকাশ রাজভর। বিজেপির শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি রাজভর বলেছেন, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ ও শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গে একটি সুদৃঢ় রাজনৈতিক ও সামাজিক ভিত্তি গড়ে তুলেছেন।’
সম্প্রতি কলকাতায় ‘আইপ্যাকের’ অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র তল্লাশি ঘিরে ব্যাপক বিতর্ক হয়। মুখ্যমন্ত্রী বিষয়টাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। সেই নিয়ে আলোচনা চলেছে গোটা দেশে। বিভিন্ন বিরোধী দল মমতার পাশে দাঁড়িয়ে ইডির অতি সক্রিয়তা নিয়ে সরব হয়েছে। এ প্রসঙ্গে রাজভর বলেছেন, ইডি একটি স্বাধীন সংস্থা। অভিযোগ এলে তারা আইন অনুযায়ী তদন্ত করবে। এতে রাজনীতিকদের সহযোগিতা করা উচিত। তাঁর এই মন্তব্য বিজেপিকে অস্বস্তিতে ফেলবে বলেই মনে করা হচ্ছে।