• ভাঙা হবে শাস্ত্রী ভবন, নয়া সচিবালয় কর্তব্য ভবনে উঠে যাচ্ছে ছ’টি মন্ত্রক
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুনের নেশায় এবার নয়াদিল্লির পরিচিত ভবনগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেবেন নরেন্দ্র মোদি। সংসদ ভবন এলাকায় অফিস পাড়ায় শাস্ত্রী ভবন, কৃষি ভবন, নির্মাণ ভবন, শ্রমশক্তি ভবন, উদ্যোগ ভবনের মতো কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলির নাম একপ্রকার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সকলের। সেই ঠিকানা বদলাতে চলেছে। নতুন কেন্দ্রীয় সচিবালয় ‘কর্তব্য ভবনে’ পাঠানো হচ্ছে ওই ভবনের সরকারি কর্মীদের। একইভাবে ঐতিহাসিক নর্থ এবং সাউথ ব্লকের অফিসও সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও নর্থ এবং সাউথ ব্লক থাকবে অক্ষত। ভিতরের ঘর, পরিসরের পরিবর্তন হলেও ব্রিটিশ স্থপতি হারবার্ট বেকারের নকশায় ১৯৩১ সালে দুই বিল্ডিং তৈরি হয় । সেখানে হবে মিউজিয়াম। নাম ‘যুগে যুগে ভারত।’ প্রাচীন সময় থেকে বর্তমান ছুঁয়ে ভবিষ্যৎ ভারতের ছবি সেখানে তুলে ধরা হবে। তার টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। 

    নতুন সংসদ ভবনের পাশাপাশি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অঙ্গ হিসেবে মোদি সরকার তৈরি করছে নতুন কেন্দ্রীয় সচিবালয় কতর্ব্য ভবন। ১০টি বিল্ডিং হবে। সবকটি এখনও তৈরি হয়নি। তারই মধ্যে কতর্ব্য ভবন দুয়ে উঠে যাওয়ার জন্য মোট আট মন্ত্রককে নোটিস দিয়েছে নগরোন্নয়ন মন্ত্রক। এর মধ্যে শাস্ত্রী ভবনে রয়েছে তথ্য-সংস্কৃতি, শিক্ষা, আইন ও বিচার, সংস্কৃতি, সার ও রসায়ন, কৃষি। এদের শাস্ত্রী ভবনের স্মৃতি ফেলে নতুন করে বসতে হবে কর্তব্য ভবন দুয়ের ঘরে। একইভাবে প্রতিরক্ষা আর সিবিআইয়ের একটি অফিসকেও সাউথ এবং নর্থ ব্লক থেকে পাঠানো হচ্ছে কর্তব্য ভবনে। 

    নতুন কেন্দ্রীয় সচিবালয়ের অফিসের রুম নম্বর করা হয়েছে অন্যরকম। সরকারি অফিস বিল্ডিংয়ে সাধারণত যে তলায় দপ্তর, তার সঙ্গে মিল রেখে হয় কর্মী, অফিসারদের রুম নম্বর। কিন্তু কর্তব্য ভবনে কোনও ঘরের নম্বর ২১ হাজার থেকে শুরু তো কোনও ফ্লোরে ২৬ হাজার। তার সঙ্গে জোড়া এ, বি, সি, ডি। আট মন্ত্রককে বর্তমান অফিস সরে যাওয়ার জন্য গত ৯ জানুয়ারি নোটিস দিয়েছে নগরোন্নয়ন মন্ত্রকের ডায়রেক্টরেট অব এস্টেট। তারই অধীন সিপিডব্লুডি’ ব্যবস্থা করবে কোন অফিস কীভাবে সাজানো হবে। কোথায় কে বসবেন। নোটিস পেয়ে আধিকারিকদের একাংশের মন্তব্য, নতুন ভবন ভালো ঠিকই। তবে দিল্লির পুরোনো সংস্কৃতির সঙ্গে মানানসই ছিল পুরোনোগুলিই। কিন্তু সরকারি কর্মীদের কীই বা বলার থাকে। স্মৃতিমন্থন ছাড়া! 
  • Link to this news (বর্তমান)